×

তথ্যপ্রযুক্তি

হুয়াওয়ের এনজয় নাইন ফাঁস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০১৮, ০৪:২১ পিএম

হুয়াওয়ের এনজয় নাইন ফাঁস
অক্টোবরেই বাজারে এসেছিল হুয়াওয়ে ওয়াই নাইন ২০১৮।চীনে ফোনটি ছাড়া হয়েছিল এনজয় নাইন প্লাস নামে। এবার ফোনটির নন-প্লাস সংস্করণ অর্থাৎ এনজয় নাইন নামের একটি মডেল বাজারে আনার পরিকল্পনা করছে কোম্পানিটি। মেগা ফোন আনার পাশাপাশি এটি সব ধরণের গ্রাহকদের কথা মাথায় রেখে বিভিন্ন মডেলের ফোন আনছে। এরই ধারাবাহিকতায় কম বাজেটের ক্রেতাদের জন্য সাশ্রয়ী এ ফোন এনেছে ব্র্যান্ডটি।ফোনটির ছবি ও স্পেসিফিকেশন ফাঁস হয়েছে অনলাইনে। এতে থাকবে ৬ দশমিক ২৬ ইঞ্চির নচ ডিসপ্লে, যার রেজুলেশন হবে ৭২০*১৫২০ পিক্সেল। প্রসেসরে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৪৫০। অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও।এটি ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ সংস্করণে পাওয়া যাবে। ৩ জিবি র‍্যাম ও ৩২ জিবি স্টোরেজ সংস্করণেও ফোনটি ছাড়া হবে। চাইলে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।এতে পাওয়া যাবে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। পেছনে থাকবে ১৩ ও ২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। ব্যাকআপ দিতে থাকছে ৪ হাজার এমএএইচ সমৃদ্ধ ব্যাটারি।চার্জ করতে থাকবে মাইক্রোইউএসবি পোর্ট। এতে কোনো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে না। তাই ধারণা করা হচ্ছে, ফোনটিতে ফেইস আনলক প্রযুক্তি থাকবে।ফোনটি পাওয়া যাবে আরোরা ব্লু, ম্যাজিক নাইট ব্ল্যাক, কোরাল রেড ও আরোরা পার্পেল রঙে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App