×

পুরনো খবর

ফুলকপির মুচমুচে পাকোড়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০১৮, ০৪:৫১ পিএম

ফুলকপির মুচমুচে পাকোড়া
মুচমুচে স্বাদের চপ হিসেবেও ফুলকপি দারুণ উপযোগী। নিজেদের নাস্তা বা অতিথি আপ্যায়নে এর জুড়ি নেই। আসুন শিখে নেয়া যাক সহজে ফুলকপির মুচমুচে চপ বানানোর রেসিপি- উপকরণঃ ফুলকপি টুকরা করা ১ টি, আদা বাটা ১ চা চামচ, মরিচ গুঁড়ো ২ চা চামচ, জিরা গুঁড়ো আধা চা ২চামচ, ধনে গুঁড়ো আধা চা চামচ, গরম মসলা গুড়া পরিমাণ মত, হিং এক চিমটি, চালের গুড়া ১ কাপ, কর্ণ ফ্লাওয়ার ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, বিট লবণ স্বাদের জন্য, তেল ভাজার জন্য, পানি পরিমাণমতো। প্রণালীঃ ফুলকপির টুকরাগুলো লবণ পানিতে ভাপ দিন। আটার সাথে বাদে সব উপকরণ একসঙ্গে মেখে ব্যাটার তৈরি করুন। ফুলকপির টুকরা ব্যাটারে চুবিয়ে ডুবোতেলে বাদামি করে ভাজুন। ভাজা হয়ে গেলে একটি প্লেটে টিস্যু বিছিয়ে তার উপরে চপ গুলো রাখুন। বিট লবণ ছিটিয়ে দিন । সসের সাথে গরম গরম পরিবেশন করুন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App