×

তথ্যপ্রযুক্তি

জ্বালানি সাশ্রয়ী বাইক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০১৮, ০৪:২৮ পিএম

জ্বালানি সাশ্রয়ী বাইক
দূর্দান্ত গতি, রেট্রো স্টাইল, টর্ক, গিয়ার এসব কিছু ছাড়াও প্রিয় বাইকটির ক্ষেত্রে যেটা সবচেয়ে জরুরি সেটা হল জ্বালানির সাশ্রয়। হিরো স্প্লেন্ডর : প্রতি লিটারে ৯৩.২ কিমি যেতে সক্ষম দূর্দান্ত স্টাইলের এই বাইকটি। ৯৭.২ সিসি, সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন রয়েছে এতে। বাজাজ ডিসকভার ১১০ : ১১০ সিসির বাইকটি প্রতি লিটারে ৭৬ কিমি যেতে সক্ষম। ইয়ামাহা সালুটো আরএক্স : ১১০ সিসির মোটরবাইকটি সিঙ্গেল সিলিন্ডারের। লো কার্ব ওয়েট বাইকে এয়ার কুলড ইঞ্জিন রয়েছে। প্রতি লিটারে ৮২ কিমি যেতে সক্ষম। বাজাজ সিটি ১০০: ‘মোস্ট ফুয়েল এফিসিয়েন্ট’ বলে এটিকে দাবি করেছে বাজাজ। এক লিটার পেট্রোলে ৮৯.১-৯৯.১ কি.মি. যেতে সক্ষম দূর্দান্ত স্টাইলের এই বাইকটি। ৯৭.২ সিসির বাইকটি অনেকগুলো রঙে পাওয়া যায়। টিভিএস ভিক্টর : ১১০ সিসির বাইকটি সিঙ্গেল সিলিন্ডার, ৩ ভালভ ইঞ্জিন বিশিষ্ট। ৯.৬ বিএইচপি, ৯.৪ এনএম পিক টর্ক-সহ আরো বেশ কিছু ফিচার একে করে তুলেছে অনন্য। প্রতি লিটারে ৭২ কিমি যেতে সক্ষম। বাজাজ প্লাটিনা ১০০ইএস : জনপ্রিয় একটি বাইক। সংস্থার সবচেয়ে বিক্রি হওয়া বাইক এটি। প্রতি লিটারে ৯৬.৯ কিলোমিটার যেতে সক্ষম বাইকটি। ১০২ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুলড ইঞ্জিন রয়েছে এতে। বাজাজ স্প্লেন্ডর : বাজাজ দাবি করছে বাইকটি প্রতি লিটারে ১০২.৫ কিলোমিটার যেতে সক্ষম। ৯৭.২ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুলড ইঞ্জিন ও আইথ্রিএস প্রযুক্তির এই বাইক আক্ষরিক অর্থেই জ্বালানি সাশ্রয়কারী। টিভিএস স্পোর্টস : এটি টিভিএসের সবচেয়ে বেশি বিক্রি হওয়া বাইক। প্রতি লিটারে ৯৫ কিমি পর্যন্ত যেতে সক্ষম বাইকটি। ৯৯.৭৭ সিসি, ক্রোম এলিমেন্ট, অ্যালয় হুইলস, ইলেকট্রিক স্টার্ট ইঞ্জিন রয়েছে এতে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App