×

বিনোদন

অভিষেক পুরুষ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০১৮, ১২:০১ পিএম

অভিষেক পুরুষ
ছয় বছরের ক্যারিয়ার বাপ্পি চৌধুরীর। এ সময়ে পাঁচজন নায়িকার অভিষেক হয়েছে তার বিপরীতে। তালিকায় প্রথমে আছেন মাহিয়া মাহি। সর্বশেষ গত মাসে অভিষিক্ত নায়িকা সুষ্মী রহমান। কেমন ছিল নায়িকাদের সঙ্গে বাপ্পির পর্দা রসায়ন? জানাচ্ছেন স্বাক্ষর শওকত
মাহিয়া মাহি গত দশ বছরে যত নায়িকা সিনেমায় এসেছেন তাদের মধ্যে দর্শকপ্রিয়তায় সবচেয়ে উজ্জ্বল মাহিয়া মাহি। আর এই এক দশকে যত জুটি নজর কেড়েছে তাদের মধ্যে সবচেয়ে আলোচিত বাপ্পি-মাহি। শাহিন সুমনের ডিজিটাল ছবি ‘ভালোবাসার রঙে’ বাপ্পি-মাহি জুটি হিসেবে আত্মপ্রকাশ করেন। প্রথম ছবিতেই এই জুটি দর্শকদের তুমুল সংবর্ধনা পান। তারা একের পর এক ছবিতে অভিনয় করে ব্যস্ত হয়ে ওঠেন। মাহি এখন পর্যন্ত ডজনখানেকের বেশি নায়কের সঙ্গে অভিনয় করলেও তাকে দর্শকরা বাপ্পির সঙ্গে সবচেয়ে বেশি প্রত্যাশা করেন। কিছুদিন ধরে এই জুটি আগের মতো ব্যস্ত নেই। সর্বশেষ বাপ্পি-মাহিকে দেখা গেছে ‘পলকে পলকে তোমাকে চাই’ ছবিতে। কিন্তু ছবিটি তাদের প্রথমদিকের ছবির মতো জনপ্রিয়তা পায়নি। বাপ্পি-মাহি জুটির ‘মায়ার বাঁধন’ নামে একটি ছবি এখন নির্মাণাধীন রয়েছে। মিষ্টি জান্নাত ‘লাভ স্টেশন’ ছবিতে অভিষেক ঘটে মিষ্টি জান্নাতের। তিনি শুধু নায়িকা নন, প্রযোজকও বটে। প্রথম ছবিতেই মিষ্টি নায়ক হিসেবে বেছে নেন বাপ্পি চৌধুরীকে। শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত ‘লাভ স্টেশন’ একটি রোমান্টিক অ্যাকশন ছবি। এ ছবির গল্পে ভ্রমণের সময় পরিচয় ঘটে নায়ক-নায়িকার। ধীরে ধীরে প্রেম। সেখান থেকে দ্ব›দ্ব-সংঘাতের সূত্রপাত। দক্ষিণ ভারতীয় ছবির অনুকরণে নির্মিত ‘লাভ স্টেশন’ একজন নতুন নায়িকা উপহার দিলেও নতুন একটি জুটি উপহার দিতে পারেনি। বাপ্পি-মিষ্টিকে গত চার বছরের মধ্যে কোনো নতুন ছবিতে অভিনয় করতে দেখা যায়নি। মুগ্ধতা মুগ্ধ সাংস্কৃতিক জগতের সঙ্গে অন্তরঙ্গতা বলতে নাচ শিখেছেন ছেলেবেলায়। কখনো নায়িকা হবেন ভাবেননি। মুগ্ধতা মুগ্ধ একটি বেসরকারি বিশ^বিদ্যালয়ে অনার্স করছিলেন। সেখান থেকেই হুট করে তিনি নায়িকা বনে যান ‘মিসড কল’ ছবিতে। আর প্রথম ছবিতেই নায়ক হিসেবে তিনি পাশে পান বাপ্পি চৌধুরীকে। সাফিউদ্দিন সাফি পরিচালিত এ ছবিতে বাপ্পি একজন ইঞ্জিনিয়ারের চরিত্রে অভিনয় করেছেন। আর মুগ্ধ অভিনয় করেছেন মোবাইলফোনে আসক্ত তরুণীর চরিত্রে। গত বছর ‘মিসডকল’ মুক্তি পায়। কিন্তু ছবিটি আশানুরূপ সাফল্য পায়নি। বাপ্পি-মুগ্ধ জুটিও সাড়া ফেলতে পারেনি। তাদের নতুন কোনো ছবিতেও চুক্তিবদ্ধ হতে দেখা যায়নি। অধরা খান নতুন নায়িকাদের মধ্যে চলতি বছর সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন অধরা খান। অক্টোবরে অভিষেক হয়ে গেল এই নবাগতার। প্রথম ছবি ‘নায়ক’-এ তিনি বাপ্পি চৌধুরীর বিপরীতে অভিনয় করেছেন। ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত ‘নায়ক’ ২০১৮ সালের অন্যতম আলোচিত ছবি। ‘নায়কে’ অধরা অভিনয় করেছেন অন্তু নামে এক ধনীর দুলালীর চরিত্রে। বাপ্পি অভিনয় করেছেন অভি নামে এক রাগি যুবকের চরিত্রে। ‘নায়ক’ ছবির শুটিং হয়েছে কক্সবাজারে। প্রথম ছবির নায়ক হলেও বাপ্পির সঙ্গে বোঝাপড়া হতে সময় লাগেনি অধরার। বাপ্পি-অধরা শুটিং থেকে শুরু করে ছবির প্রচারণা পর্যন্ত একসঙ্গে লম্বা সময় কাটিয়েছেন। সুষ্মী রহমান সুষ্মী রহমান মডেলিংয়ের অভিজ্ঞতা নিয়ে চলচ্চিত্রে আসেন। প্রথম ছবিতেই তিনি নাম ভ‚মিকায় অভিনয়ের সুযোগ পান। ‘আসমানী’ সুষ্মী রহমানের সঙ্গে সঙ্গে পরিচালক সাখাওয়াত হোসেনেরও প্রথম ছবি। ‘আসমানী’ গত মাসের ২ তারিখ মুক্তি পেয়েছে। প্রথম ছবিতে সুষ্মী নায়ক হিসেবে বিপরীতে পেয়েছেন বাপ্পি চৌধুরীকে। সুষ্মী ‘আসমানী’ ছবিতে চারটি আলাদা আলাদা চরিত্রে অভিনয় করেছেন। গ্রামের একজন সরল তরুণী থেকে শহরে এসে বদলে যাওয়া তরুণী পর্যন্ত, কয়েকটি ভ‚মিকায় সুষ্মীকে দেখেছেন দর্শকরা। আর বাপ্পি এক ড্রাইভারের চরিত্রে অভিনয় করেছেন। গাইবান্ধায় ‘আসমানী’র শুটিং হয়েছে। শুটিং করতে গিয়েই নায়ক-নায়িকার বোঝাপড়া বেড়েছে। আগে কোনো ছবিতে অভিনয় না করলেও বাপ্পি-সুষ্মীর ছবিটিতে কাজ করতে গিয়ে কোথাও কোনো সমস্যা হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App