×

খেলা

১১১ রানে অল আউট ওয়েস্ট ইন্ডিজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০১৮, ১১:০১ এএম

১১১ রানে অল আউট ওয়েস্ট ইন্ডিজ
মিরপুর টেস্টে তৃতীয় দিন নিজেদের প্রথম ইনিংসে ১১১ রানে অল আউট হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। এতে প্রথম ইনিংসে ৩৯৭ রানের বড় লিড পেয়েছে বাংলাদেশ। ফলে ফলো অনে পড়েছে ক্রেইগ ব্র্যাথওয়েটের দল। আগের দিন ৫ উইকেট হারিয়ে ৭৫ রান তুলে দিন শেষ করা ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের তৃতীয় দিনের সকালে ব্যাট করতে নেমেও সুবিধা করতে পারেনি। মিরাজের দুর্দান্ত অফস্পিনে পরাস্ত হয়ে একের পর এক ব্যাটসম্যান সাজঘরে ফিরতে থাকলে ম্যাচে ফেরার স্বপ্ন নস্যাৎ হয়ে যায় উইন্ডিজের। দিনের প্রথম ঘণ্টাতেই মাত্র ৩৬ রানে শেষ পাঁচ উইকেট হারায় সফরকারীরা। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে শিমরন হেটমায়ার সর্বোচ্চ ৩৯ রান করেন। এছাড়া শেন ডরউইচ করেন ৩৭ রান। বাংলাদেশের পক্ষে মেহেদি হাসান মিরাজ একাই তুলে নিয়েছেন ৭ উইকেট। বাকি তিনটি উইকেট নিজের করে নেন সাকিব আল হাসান। শুক্রবার রাজধানীর মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচে টস জিতে আগে ব্যাট করে বাংলাদেশ। দ্বিতীয় দিনের চা বিরতির পর গুটিয়ে যাওয়ার আগে ৫০৮ রানের সংগ্রহ দাঁড় করায় স্বাগতিকরা। দলের পক্ষে মাহমুদুল্লাহ সর্বোচ্চ ১৩৬ রান করেন। অন্যদের মধ্যে সাকিব আল হাসান ৮০, সাদমান ইসলাম ৭৬ ও লিটন দাস ৫৪ রান করেন। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে এই মিরপুরেই সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ফলো অনের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। সেবার অবশ্য প্রতিপক্ষকে ফলো অন করায়নি। তবে এবার ভিন্ন ইতিহাস লিখলেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। নিজেদের ইতিহাসে প্রথমবার কোন দলকে ফলো অন করাল বাংলাদেশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App