×

খেলা

মিরপুর টেস্ট সত্যিই মনে রাখার মতো: পাপন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০১৮, ১০:০৬ পিএম

মিরপুর টেস্ট সত্যিই মনে রাখার মতো: পাপন

চলতি বছরে টেস্ট ক্রিকেটে ১৮ বছর পূর্ণ করে ফেলেছে বাংলাদেশ। গেল ১০ নভেম্বরই প্রাপ্ত বয়স্ক হয়েছে বাংলাদেশের ক্রিকেট। এই ১৮ বছরে স্মরণীয় দিন আছে অনেক। যে দিনগুলোর মধ্যে যোগ হলো নতুন আরো একটি দিন- ২ ডিসেম্বর, ২০১৮। যেদিন মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রতিপক্ষকে প্রথমবার ইনিংস ব্যবধানে হারানোর স্বাদ নিল টাইগাররা।

আজ রোববার ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ১৮৪ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ক্যারিবীয়দের দুই ম্যাচে সিরিজে হোয়াইটওয়াশও করেছে বাংলাদেশ। চট্টগ্রামে প্রথম টেস্টে ক্যারিবীয়দের ৬৪ রানে হারিয়েছিল টাইগাররা। ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করার আনন্দ এখন বাংলাদেশর পুরো ক্রিকেট মহলে। বাংলাদেশ দলের পারফরম্যান্সে দারুণ খুশি বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনও। ম্যাচ শেষে যিনি বললেন, ‘মিরপুর টেস্ট সত্যিই মনে রাখার মতো।’

যেকোনো সিরিজ শেষে বিসিবি সভাপতির মূল্যায়ন এক রকম রুটিন কাজ হয়ে দাঁড়িয়েছে। এদিনও সংবাদ মাধ্যমে কথা বলেন বিসিবি বস। এসময় টাইগারদের সিরিজ জয় নিয়ে বললেন তিনি।

নাজমুল হাসান পাপন বলেন, ‘আসলে আপনারা যদি বিশ্ব ক্রিকেট দেখেন, দেখবেন যে বিদেশে খেলতে গিয়ে সবারই সমস্যা হচ্ছে। আমাদেরও হয়েছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, ওয়েস্ট ইন্ডিজ শক্তিশালী দল। তারা আমাদের এখানে আসার আগে ভারতে খেলে এসেছে, ভালো ভালো স্পিনারদের খেলে তাদের একটা অভিজ্ঞতা হয়েছে। সে দিক থেকে বলবো যে, এই টেস্টটা বাংলাদেশ যেভাবে জিতেছে, তা মনে রাখার মতো।’

তবে ভারতে সিরিজ খেলে কন্ডিশনের সঙ্গে মানিয়ে উইন্ডিজকে এতো সহজে হারাবে বাংলাদেশ ভাবেননি বিসিবি বস, ‘এতো সহজে জয় আসবে তা আমরা ভাবিনি। আমাদের ব্যাটসম্যানদের দেখেন, এখানে সকলেই রান করেছে। এতো বছর খেলার পর এই প্রথম আমরা কোনো দলকে ইনিংস ব্যবধানে হারালাম, সত্যিই এটা মনে রাখার মতো।’

তবে সামনেই ওয়ানডে সিরিজ। তিন ম্যাচের সিরিজটি শুরু হবে ৯ ডিসেম্বর। সে সিরিজকে অনেক বেশি চ্যালেঞ্জিং মনে করছেন বিসিবি সভাপতি, ‘ওয়ানডেতে সব কিছু একপেশে হবে কি না তা বলা কঠিন। কারণ তখন উইকেট অন্যরকম হবে। আরো স্পোর্টিং হবে। আমার মনে হয় দলের ফর্ম যেমন, তাতে আমাদের হারার কোনো কারণ দেখি না। কিন্তু ক্রিকেট অনিশ্চয়তার খেলা। আর ওয়েস্ট ইন্ডিজেরও ঘুরে দাঁড়ানোর ক্ষমতা আছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App