×

আন্তর্জাতিক

ফ্রান্সে বিক্ষোভে আহত ১৩৩, আটক ৪ শতাধিক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০১৮, ০৮:৫৮ পিএম

ফ্রান্সে বিক্ষোভে আহত ১৩৩, আটক ৪ শতাধিক

ফ্রান্সের প্যারিসে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে চলমান বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে ১৩৩ জন আহত হয়েছে। এছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত ৪১২ জন ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্স জুড়ে প্রায় ৩ সপ্তাহ ধরে সরকার বিরোধী বিক্ষোভ চলছে।

তবে সাপ্তাহিক ছুটির দিন রোববারে ট্যাক্সি চালকদের ব্যবহৃত ‘ইয়েলো ভেস্ট’ পরে বিক্ষোভে অংশ নেয় প্রতিবাদকারীরা। ফলে প্রতিবাদটি ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলন হিসেবে পরিচিতি পেয়েছে।

ফ্রান্সে চলমান এ বিক্ষোভটি হলো বিগত কয়েক দশকের মধ্যে দেশটিতে হওয়া সবচেয়ে বড় বিক্ষোভ। এ পরিস্থিতিতে দেশের নিরাপত্তার ব্যাপারে রোববার ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোর সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর আলোচনার কথা রয়েছে।

এর আগে এক ঘোষণায় প্রেসিডেন্ট ম্যাক্রো বলেছিলেন, বিক্ষোভ-সংঘর্ষ ও ভাংচুরের সঙ্গে জড়িত ব্যক্তিদের তাদের কৃতকর্মের জন্য ফল ভোগ করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App