×

বিনোদন

এম এ তাহেরের ক্যামেরায় ‘বাংলাদেশের নৌকা’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০১৮, ০২:৪৮ পিএম

এম এ তাহেরের ক্যামেরায় ‘বাংলাদেশের নৌকা’
শিল্পী এম এ তাহেরের ক্যামেরার মাধ্যমে নৌকার ইতিহাস লেখা হয়েছে। মুক্তিযুদ্ধের সময় নৌকা আমাদের অনেক বড় অস্ত্র ছিল। নৌপথে মাঝি ও যোদ্ধারা নৌকার মাধ্যমে অনেক অপারেশন পরিচালনা করেছেন। তাই নৌকা আমাদের ইতিহাসের অংশ। বিজয়ের ৪৭ বছরপূর্তি উপলক্ষে ‘বাংলাদেশের নৌকা’ শিরোনামে এম এ তাহেরের পক্ষকালব্যাপী একক আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। গতকাল শনিবার বিকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন- অর-রশীদ, ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার এবং বাংলাদেশ জাতীয় জাদুঘরের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান চিত্রশিল্পী হাশেম খান। স্বাগত বক্তব্য দেন একাডেমির চারুকলা বিভাগের পরিচালক শিল্পী আশরাফুল আলম পপলু। এতে স্থান পেয়েছে তিন শতাধিক স্থির চিত্র। বিভিন্ন সময়ে আলোকচিত্র শিল্পী এম এ তাহেরের তোলা শুধু নৌকার ছবি নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীর মাধ্যমে দর্শনার্থীরা একটি কক্ষের মধ্যেই পরিচিত হতে পারবেন দেশের বিভিন্ন জেলা, উপজেলায় চলাচলকারী নৌকার সঙ্গে। বিলুপ্ত অনেক নৌকার দেখাও মিলবে এই প্রদর্শনীতে। ডিঙি নৌকা, মাছ ধরার নৌকা, যাত্রী পারাপারের নৌকা, তাল গাছের খোলের নৌকা, নদী-সমুদ্রের জলের সঙ্গে দুলে বেড়ানো বিপুল পরিমাণ নৌকার সঙ্গে উঠে এসেছে এম এ তাহেরের অক্লান্ত চেষ্টা। অধ্যাপক হারুন-অর-রশীদ বলেন, আমাদের চলাচলের বাহন শুধু নৌকা তা নয়। আজকের যে বিজয় দিবস তার পেছনে আছে নৌকা। ১৯৫৪ সাল যুক্তফ্রন্টের নৌকা। তাদের প্রতীক ছিল নৌকা। তৎকালীন শাসকদের বিরুদ্ধে জনগণের যে জাগরণ ছিল তা হলো নৌকা। তিনি বলেন, কোনো কাজই সহজ না। আজকে যে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এর পেছনে রয়েছে শিল্পীর সাধনা, নিষ্ঠা ও দেশপ্রেম। তাছাড়া নৌকা আমাদের শিল্প সংস্কৃতির অংশ এবং জাতীয় শক্তির উত্থানের প্রতীক। নৌকা আমাদের অগ্রগতির প্রতীক, উন্নয়নের প্রতীক। হাসেম খান বলেন, আমি যে গ্রাম থেকে এসেছি সেখানে নদী ছিল। আমাদের নৌকা ছিল। বছরে ছয় মাস নদীতে পানি থাকত। প্রতি বাড়িতে নৌকা থাকত, একটা-দুইটা-তিনটা করে। আমরা নৌকায় চলাচল করতাম। আজ আমি শহরে বাস করি। আমাদের এই নৌকা নিয়ে অনেক স্মৃতি। প্রদর্শনী চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App