×

আন্তর্জাতিক

এবার সু চির সম্মাননা পদক ফিরিয়ে নিচ্ছে ফ্রান্স

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০১৮, ০৯:০১ পিএম

এবার সু চির সম্মাননা পদক ফিরিয়ে নিচ্ছে ফ্রান্স

মিয়ানমারের আরাকান রাজ্যে নিরীহ রোহিঙ্গা মুসলিমদের ওপর চালানো হয়েছে হত্যাযজ্ঞ। আর তাতে সমর্থন দিয়েছে দেশটির স্টেট কাউন্সিলর অং সান সু চি। এজন্য তাকে দেয়া সম্মানসূচক প্যারিস শহরের স্বাধীনতা পদক প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স।

দেশটির ক্ষমতার মূল কেন্দ্রবিন্দুতে থাকা শান্তিতে নোবেলজয়ী নেত্রী অং সান সু চি রোহিঙ্গা নিধন বন্ধে পদক্ষেপ না নিয়ে সেনাবাহিনীর জাতিগত শুদ্ধি অভিযানের পক্ষেই সাফাই গাইছেন।

এ কারণে ওই সম্মাননা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন পারিসের মেয়র অ্যান হিদালগো। মেয়রের মুখপাত্র এ বিষয়টি নিশ্চিত করেছেন। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে সিটি কাউন্সিল এ বিষয়টি চূড়ান্ত করবে বলে জানিয়েছেন তিনি।

এর আগে যুক্তরাজ্যের দ্বিতীয় বৃহত্তম ট্রেড ইউনিয়ন ইউনিসন সু চিকে দেয়া সম্মাননা স্থগিত করেছে। পাশাপাশি বেশ কয়েকটি সংস্থাও সু চির সম্মানসূচক ডিগ্রি ও পদ ফিরিয়ে নেয়ার ইঙ্গিত দিয়েছে।

সূত্র: স্ট্রেট টাইমস

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App