ফেনী-১ আসনে খালেদা জিয়ার মনোনয়ন ফরম বাতিল

আগের সংবাদ

রেজা কিবরিয়ার মনোনয়ন ফরম বাতিল

পরের সংবাদ

ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশি যুবক আটক

প্রকাশিত: ডিসেম্বর ২, ২০১৮ , ১২:৪১ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ২, ২০১৮ , ১২:৪১ অপরাহ্ণ

নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে সোলেমান (৩০) নামে বাংলাদেশি এক যুবককে আটক করেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা। রবিবার (২ ডিসেম্বর) ভোরের দিকে তাকে আটক করা হয়।

আটক সোলেমান উপজেলার নিতপুর ইউনিয়নের বালাশহীদ গ্রামের নুর বক্স মিয়ার ছেলে।

নওগাঁ নিতপুর ক্যাম্পের নায়েক সুবেদার আশিকুর রহমান জানান, ভোরে ওই সীমান্তের ২২৯ নং পিলার এলাকা দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশে করেন সোলেমান। এসময় বিএসএফ’র নজরে গেলে তাকে আটক করেন তারা।

পরে তাকে আটকের বিষয়টি আমাদের কাছে নিশ্চিত করে বিএসএফ। আমাদের পক্ষ থেকে তাকে ফিরিয়ে আনতে বিএসএফ’র কাছে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত বিএসএফর দিক থেকে চিঠির কোনো উত্তর পাওয়া যায়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়