×

জাতীয়

নির্বাচনে জনগণ স্বাধীনভাবে আ’লীগকে রায় দেবে: হানিফ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০১৮, ০৮:১৬ পিএম

নির্বাচনে জনগণ স্বাধীনভাবে আ’লীগকে রায় দেবে: হানিফ

ফাইল ছবি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বর্তমান কমিশনের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। নির্বাচনে জনগণ স্বাধীনভাবে তাদের রায় দেবে এবং সেই রায় আওয়ামী লীগের পক্ষেই আসবে। আজ শনিবার দুপুরে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত যৌথ সভায় তিনি এ কথা বলেন। শহর আওয়ামী লীগের উদ্যোগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি উপলক্ষে এই যৌথ সভার আয়োজন করা হয়।

মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি প্রতিদিনই বলছেন এই নির্বাচন কমিশনের ওপর তাদের আস্থা নেই। তাদের আস্থা আজিজ মার্কা নির্বাচন কমিশনের ওপর। নির্বাচনের ফলাফল নিজেদের পক্ষে গেলে সেই নির্বাচন ভালো আর বিপক্ষে গেলে সেই নির্বাচন খারাপ, এই হলো বিএনপির চরিত্র।

‘নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ ৩০টির বেশি আসন পাবে না’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ কয়টি আসন পাবে কিনা সে বিষয়ে মাথা না ঘামিয়ে মির্জা ফখরুল সাহেব নিজের আসনে জয়লাভ করতে পারবে কিনা সেই বিষয়ে মাথা ঘামান। বাসস

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App