×

আন্তর্জাতিক

সৌদিকে ৪৪ থাড ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০১৮, ০৬:৫১ পিএম

সৌদিকে ৪৪ থাড ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র
সৌদি আরবকে অত্যাধুনিক থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে সৌদি আরব একটি অফার লেটারে সই করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র এ খবর নিশ্চত করেছেন। খবর পার্স টুডের। নাম প্রকাশে অনিচ্ছুক ওই মুখপাত্র গত বুধবার জানান, সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা চলতি সপ্তাহে গুরুত্বপূর্ণ দলিলে সই করেছেন। এ চুক্তির আওতায় সৌদি আরব ৪৪টি থাড লাঞ্চারের বিশাল বহর হাতে পাবে। এর সঙ্গে থাকবে প্রয়োজনীয় ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদি। যুক্তরাষ্ট্র থেকে থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাওয়ার জন্য সৌদি আরবকে দেড় হাজার কোটি ডলার খরচ করতে হবে। মার্কিন মুখপাত্র বলেন, সৌদি আরব যে আঞ্চলিক হুমকির মুখে রয়েছে তা মোকাবেলার জন্য রিয়াদের সঙ্গে দীর্ঘমেয়াদি নিরাপত্তা রক্ষার বিষয়টি সমর্থন করবে এই চুক্তি। ২০১৬ সালের ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব থাড ক্ষেপণাস্ত্রের বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু করে। গত অক্টোবর মাসে সৌদি আরবের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছিলেন, চলতি বছরের শেষ নাগাদ চুক্তি চূড়ান্ত হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App