×

খেলা

বিশ্বকাপ হকি শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০১৮, ০৩:৩৫ পিএম

বিশ্বকাপ হকি শুরু
গতকাল থেকে শুরু হয়েছে পুরুষ হকি বিশ্বকাপ। টুর্নামেন্টটির এবারের আসর বসেছে এশিয়ার দেশ ভারতে। এটি টুর্নামেন্টটির ১৪তম আসর। পুরুষদের হকি বিশ্বকাপের এবারের আসরে অংশ নিয়েছে ১৬টি দেশ। যেখানে গতকাল উদ্বোধনী ম্যাচে কানাডাকে ২-১ গোলে হারিয়েছে বেলজিয়াম। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ মাঠে গড়াবে আগামী ১৬ ডিসেম্বর। বিশ্বকাপ হকির এবারের আসরে অংশ নেয়া দলগুলোকে ৪টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপে রয়েছে ৪টি করে দল। গ্রুপ ‘এ’ তে আছে আর্জেন্টিনা, নিউজিল্যান্ড, স্পেন ও ফ্রান্স। ‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গী ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও চীন। গ্রুপ ‘সি’ তে স্বাগতিক ভারত ছাড়াও রয়েছে বেলজিয়াম, কানাডা ও দক্ষিণ আফ্রিকা। এ ছাড়া জার্মানি, নেদারল্যান্ডস, মালয়েশিয়া ও ফ্রান্স রয়েছে ‘ডি’ গ্রুপে। প্রতি গ্রুপ থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ২টি দল পাবে শেষ ষোলোর টিকেট। সেখান থেকে কোয়ার্টার ফাইনালে অংশগ্রহণের সুযোগ পাবে ৮টি দল। শেষ আটের বাধা পার হয়ে ৪টি দল উঠবে সেমিফাইনালে এবং সেখানে জয়ী দুদল আগামী ১৬ ডিসেম্বর মুখোমুখি হবে ফাইনালে। গতকাল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় বেলজিয়াম ও কানাডা। এদিন র‌্যাঙ্কিংয়ের ১১ নম্বরের দল কানাডাকে হারিয়েছে বেলজিয়াম। ম্যাচটিতে এফএইএইচ র‌্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে থাকা দলটি জয় পেয়েছে ২-১ গোলে। ভারতের ভুবনেশ্বরের কালিঙ্গা স্টেডিয়ামে বুধবার ম্যাচের প্রথম কোয়ার্টারে ১-০ গোলে এগিয়ে যায় ইউরোপের দেশ বেলজিয়াম। দ্বিতীয় কোয়ার্টারে ব্যবধান দ্বিগুণ (২-০) করে তারা। তৃতীয় কোয়ার্টারে উভয় দলই কোনো গোলের দেখা পায়নি। চতুর্থ কোয়ার্টারে কানাডা ১টি গোল করলেও শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়েন বেলজিয়ামের খেলোয়াড়রা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App