×

পুরনো খবর

নেপাল সফরে গেলেন অং সান সুচি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০১৮, ০৮:৫২ পিএম

নেপাল সফরে গেলেন অং সান সুচি

মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচি এশিয়া প্যাসিফিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার নেপাল পৌঁছেছেন। কাঠমাণ্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান, নেপালের উপ-প্রধানমন্ত্রী ইশ্বর পোখারেল। দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি’র আমন্ত্রণে দুই দিনের এ সফরে এসেছেন তিনি। খবর হিমালয়ান টাইমসের। দুই দিনের এই সফরে সুচি নেপাল সরকারের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন। এ সময় তাদের মধ্যে দু’দেশের পারস্পারিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে।

স্টেট কাউন্সিলর হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটাই সুচির প্রথম নেপাল সফর। এর আগে ২০১৪ সালের জুন মাসে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী হিসেবে তিনি নেপাল সফর করেন।

কাঠমান্ডুতে ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর এশিয়া প্যাসিফিক শীর্ষ সম্মেলন ২০১৮ অনুষ্ঠিত হবে। এই শীর্ষ সম্মেলনে এশিয়ার প্যাসিফিক অঞ্চলের রাষ্ট্র ও সরকার প্রধান থেকে শুরু করে আইনপ্রণেতা, প্রখ্যাত নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশ নিবেন।

শীর্ষ সম্মেলনে জলবায়ু পরিবর্তন, শান্তি ও উন্নয়ন, সুশাসন, সংঘাত নিরসনের পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ২০৩০ নিয়ে আলোচনা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App