×

জাতীয়

আশুলিয়ায় বন্দুকযুদ্ধে এক অপহরণকারী নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০১৮, ১০:৫৩ এএম

সাভারের আশুলিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক অপহরণকারী নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম বাবলু হোসেন মুন্সী। তিনি বরগুনা জেলার সোনাতলা থানার টেকনি গ্রামের বাবর আলী মুন্সীর ছেলে। বন্দুকযুদ্ধের সময় ঘটনাস্থল থেকে ৩ রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়েছে। এক পুলিশ উপপরিদর্শকসহ (এসআই) চার পুলিশ সদস্য আহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। আশুলিয়ার থানার ওসি (তদন্ত) জাবেদ মাসুদ জানান, গত ১২ নভেম্বর নিশ্চিতপুরেে আট টুকরা করে হত্যার ঘটনার মূলহোতা ও অপহরণকারী বাবলুকে গত রাতে গ্রেপ্তার করা হয়। পরে তাকে নিয়ে অভিযান গেলে আগে থেকে ওৎ পেতে থাকা বাবলুর সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এসময় অন্য অপহরণকারীদের ছোড়া গুলিতে বাবুল গুলিবিব্ধ হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবলুকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় আশুলিয়া থানার ওসি (অপারেশন) মনিরুল হক ডাবলু এসআই মনিরুজ্জামান ও পুলিশ সদস্য সাদ্দাম হোসেন, মামুন ও ফকরুল হোসেন আহত হয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App