×

আন্তর্জাতিক

চীনে রাসায়নিক কারখানার কাছে বিস্ফোরণে নিহত ২২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০১৮, ১১:১৪ এএম

চীনে রাসায়নিক কারখানার কাছে বিস্ফোরণে নিহত ২২
চীনে একটি রাসায়নিক কারখানার কাছে বিস্ফোরণে ২২ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো ২২ জন। বুধবার দেশটির উত্তরে হেবেই প্রদেশের ঝাংজিয়াকও শহরের শেনঘুয়া রাসায়নিক কারখানার কাছে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে সিনহুয়া। দেশটির স্থানীয় সময় রাত ১২ টা ৪০ মিনিটে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে রাসায়নিক কারখানার কাছে থাকা প্রায় ৩৮ টি ট্রাক ও ১২ টি গাড়ি পুড়ে যায়। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একজন নারী জানান, হেবেই সেনগুয়া কেমিক্যাল ইনডাস্ট্রি কোম্পানির উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল। হেবেই সেনগুয়ার একজন মালিক নিশ্চিত করেছেন, কারখানাটিতে বিস্ফোরণের ঘটনা ঘটেনি। রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, বিস্ফোরণস্থলের সবকিছু আগুন পুড়ে গেছে। এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে তদন্তকারীরা। এর আগে ২০১৫ সালের আগস্টে চীনের বন্দর নগরী তিয়ানজিনে একটি রাসায়নিক গুদামে বিস্ফোরণে ১৬৫ জন নিহত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App