×

জাতীয়

বঞ্চিতদের বিদ্রোহ-বিক্ষোভ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০১৮, ১০:৩৯ এএম

বঞ্চিতদের বিদ্রোহ-বিক্ষোভ
২৩১ আসনে এককভাবে দলের প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। গত রবিবার মনোনীত ব্যক্তিদের চিঠি দেয়া হয় দলের পক্ষ থেকে। বাকি আসনগুলো রাখা হয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের শরিক ১৪ দল, জাতীয় পার্টি, যুক্তফ্রন্ট ও ইসলামী জোটের জন্য। ৭টি জরিপের রিপোর্টে নেতিবাচক হওয়াসহ বিভিন্ন কারণে দলটির বর্তমান সাংসদদের ৪৫ জন বাদ পড়েছেন। যুক্ত হয়েছেন ৪৫ নতুন মুখ। যাদের সবাই পরিচিত, ত্যাগী ও জনপ্রিয় মুখ। এবার মনোনয়নবঞ্চিত হয়েছেন অনেক হেভিওয়েট প্রার্থী। তাদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বি এম মোজাম্মেল হকসহ কয়েকজন। এদিকে পছন্দের প্রার্থী ও বর্তমান সাংসদদের অনেকেই মনোনয়ন না পাওয়ায় রবিবারের মতো গতকাল সোমবারও দেশের বিভিন্ন জেলায় সড়ক অবরোধ, বিক্ষোভ, ঝাড়– মিছিল ও মানববন্ধন করেছেন তাদের অনুসারী নেতাকর্মীরা। কিছু আসনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা না করে জোট শরিকদের জন্য খালি রাখায় আন্দোলনে নামেন দলটির স্থানীয় নেতাকর্মীরা। তাদের দাবি, জোটের নয়; নিজ দলের প্রার্থীদের মনোনয়ন দেয়া হোক। তবে বেশিরভাগ এলাকায় পছন্দের প্রার্থী মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন তাদের অনুসারী নেতাকর্মীরা। এ ছাড়া দুয়েকটি স্থানে মনোনয়নপ্রাপ্ত নেতার সমর্থকদের সঙ্গে মনোনয়নবঞ্চিত নেতার সমর্থকদের সংঘর্ষের খবরও পাওয়া গেছে। কুড়িগ্রাম-২ (সদর) আসনে দলের প্রার্থীকে মনোনয়ন দেয়ার দাবিতে গতকাল সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের জিরো পয়েন্ট এলাকায় কয়েক হাজার নেতাকর্মী সমবেত হয়ে এ সমাবেশ করেন। ফরিদপুর-২ আসনে সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীকে মনোনয়ন না দেয়ায় সড়ক অবরোধ করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। গতকাল নগরকান্দা উপজেলার জয়বাংলা মোড়ে ঢাকা-খুলনা মহাসড়কে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন তারা। বেলা পৌনে ১০টা থেকে ১২টা পর্যন্ত ঢাকা-খুলনা মহাসড়কের ওই অংশে সব ধরনের যানচলাচল বন্ধ থাকায় দুদিকে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এদিকে গতকাল দুপুরে ঢাকা-২ আসনের নৌকার টিকেট পাওয়া এডভোকেট কামরুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে কেরানীগঞ্জে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন অপর মনোনয়ন প্রত্যাশী স্থানীয় উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের সমর্থকরা। তারা প্রায় ২ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে হাজী মো. মঈন উদ্দিন মঈনকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেয়ার দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গতকাল বিকেল পৌনে ৩টা থেকে বিকেল পৌনে ৪টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্তর থেকে রেলগেট পর্যন্ত অবরোধ করে রাখেন দলীয় নেতাকর্মীরা। সিলেট-২ (বিশ্বনাথ) আসনে দলীয় প্রার্থী ও নৌকা প্রতীক দেয়ার দাবিতে সিলেট-ঢাকা মহাসড়কের রশীদপুর পয়েন্টে ফের অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীর অনুসারী বিশ^নাথ উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা। গতকাল দুপুর ১২টায় পৃথকভাবে অবস্থান নিয়ে তারা এই অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করেন। জামালপুর-৫ (সদর) আসনে আওয়ামী লীগ নেতা রেজাউল করিম রেজনু সিআইপি দলীয় মনোনয়ন না পাওয়ায় গতকাল শহরের তমালতলা ও জামালপুর-ময়মনসিংহ মহাসড়কসহ বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ, মানববন্ধন ও কাফনের কাপড় পড়ে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে তার কর্মী-সমর্থকরা। ঢাকা-১৯ আসনের আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সাংসদ ডা. এনামুর রহমান। ওই আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন দলটির সাবেক সাংসদ তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদ। রবিবার রাতে সাভার বাজার বাসস্ট্যান্ডের শাহজালাল মার্কেটে হকার্স লীগ অফিস ও পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লায় মুরাদ জং সমর্থকদের ওপর হামলা চালানো হয়। এতে ৩ থেকে ৪ জন সমর্থক আহত হয়েছেন বলে জানা গেছে। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে। নোয়াখালী-৬ হাতিয়া আসনে সাবেক সাংসদ মোহাম্মদ আলীর স্ত্রী বেগম আয়েশা ফেরদৌস পুনরায় দলের মনোনয়ন পাওয়ায় তার সমর্থকরা অপর মনোনয়ন প্রত্যাশীদের সমর্থকদের বাড়িঘরে হামলা চালিয়েছেন। রবিবার রাতে মোহাম্মদ আলীর সমর্থকরা প্রতিপক্ষ গ্রæপের বেশ কয়েকজন সমর্থকের বাড়িতে হামলা চালিয়ে তাদের শারীরিকভাবে আঘাত করেছেন। এদের মধ্যে বেশ কয়েকজন নেতাকর্মী হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে। ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের মঞ্জুর হোসেন বুলবুলের মনোনয়ন পাওয়ার খবরে দুপক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। রবিবার রাত ৮টার দিকে চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এদিকে গতকাল ধানমন্ডিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল। এবার ৪ হাজারের বেশি নেতা মনোনয়ন ফরম তুলেছেন। আমরা ২৩১ জনকে দলের মনোনয়নের জন্য চ‚ড়ান্ত করেছি। অন্যরা কিছুটা ক্ষোভ প্রকাশ করবেই। এগুলো কোনো ব্যাপার না। আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলে সবাই নৌকার পক্ষে কাজ করতে ঐক্যবদ্ধভাবে মাঠে নামবেন। এগুলো নিয়ে আমরা উদ্বিগ্ন নই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App