×

খেলা

হতাশ রামোস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০১৮, ০৪:২৪ পিএম

হতাশ রামোস
স্প্যানিশ লা লিগায় শনিবার রাতে এইবারের মুখোমুখি হয়েছিল জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ম্যাচটিতে তুলনামূলকভাবে দুর্বল দল এইবারকে সহজেই হারাবে গ্লাকটিকোরা- এমনটিই প্রত্যাশা ছিল সবার। তবে মাঠের লড়াইয়ে দেখা গেছে উল্টো চিত্র। হারানো তো দূরের কথা, উল্টো সান্টিয়াগো সোলারির শিষ্যরাই এইবারের বিপক্ষে হেরেছে ৩-০ গোলের বড় ব্যবধানে। দলের এমন পারফরমেন্সে হতাশ রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোস। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, দারুণ ছন্দে থেকে আমরা বিরতিতে গিয়েছিলাম। টানা চার ম্যাচে জয় পাওয়ায় আমরা বেশ আত্মবিশ্বাসী হয়ে উঠেছিলাম। ভেবেছিলাম এইবারকে হারাব। কিন্তু আমরা মাঠে ভালোমতো পারফর্ম করতে ব্যর্থ হয়েছি এবং এর ফলও পেয়েছি। যা খুবই হতাশাজনক। এ সময় তিনি আরো জানান, নিজেদের নিয়ে আমাদের আরো অনেক বেশি ভাবতে হবে। আমাদের পারফরমেন্সে আরো উন্নতি আনা প্রয়োজন। এখনো আমাদের সামনে শিরোপা জয়ের সম্ভাবনা রয়েছে। আশা করি, সতীর্থরা সেটি উপলব্ধি করতে পারবে এবং পরের ম্যাচগুলোতে নিজেদের সামর্থ্যরে সবটুকু দিয়ে পারফর্ম করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App