×

অর্থনীতি

নির্বাচনী বছরে চ্যালেঞ্জের মুখে ভ্যাট আদায়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০১৮, ০৪:০০ পিএম

নির্বাচনী বছরে চ্যালেঞ্জের মুখে ভ্যাট আদায়
আগামী মাসেই জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনী বছর বিবেচনায় নিয়ে চলতি অর্থবছরে সরকার জনতুষ্টির বাজেট পেশ করে। এ কারণে রাজস্ব ছাড়ের সুযোগ পায় অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান। এই বিশাল বাজেটের ভ্যাট আদায়কে প্রধান খাত ধরে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও ভ্যাট অব্যাহতির কারণে নির্ধারিত লক্ষ্যমাত্রা আহরণ কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, চলতি অর্থবছরে প্রস্তাবিত বাজেটে ভ্যাট আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১০ হাজার ৫৫৫ কোটি টাকা, যা আগের অর্থবছরের সংশোধিত লক্ষ্যমাত্রার তুলনায় ২৭ হাজার ৮৪২ কোটি টাকা বেশি। নির্বাচনী বছরে ভোটার তুষ্টির বাজেট প্রণয়ন করতে গিয়ে ভ্যাট আইন গত অর্থবছরেই দুবছর পেছানো হয়েছে। এতে প্রায় ২০ হাজার কোটি টাকার ভ্যাট আদায় কমে যায়। আর চলতি অর্থবছরের ৩ অক্টোবর তিনটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে বিদ্যুতের দাম সহনীয় রাখতে ভ্যাট অব্যাহতি দেয়া হয়েছে। এতে সরকারের বছরে প্রায় সাড়ে ১০ হাজার ৫শ কোটি টাকার রাজস্ব ক্ষতি হবে। গত কয়েক বছর ধরে পেট্রোবাংলার নিয়ন্ত্রণাধীন চার প্রতিষ্ঠান ভ্যাট দিচ্ছে না। বারবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দ্বারস্থ হলেও কোনো উপকারে আসছে না। এই চার কোম্পানির কাছে এনবিআরের বকেয়া রয়েছে প্রায় ১৯ হাজার কোটি টাকা। শুধু বিদ্যুৎ খাতের কারণে সরকারের ক্ষতির পরিমাণ প্রায় ২৯ হাজার কোটি টাকা। এ ছাড়া ইন্টারনেট সেবার ক্ষেত্রে ১৫ শতাংশ ভ্যাটের পরিবর্তে ১০ শতাংশ ছাড় দিয়ে ৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে। এতে সরকারের বছরে ভ্যাট আদায় কমেছে প্রায় ৬০ কোটি টাকা। সম্প্রতি বাংলাদেশ শিপিং করপোরেশনকে ৩শ কোটি টাকার অব্যাহতি দেয়া হয়েছে। দেশের বাটা সু কোম্পানির ১৫০ টাকা পর্যন্ত মূল্যমানের জুতা তৈরিতে উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেয়া হয়েছে। এতে ভ্যাট আদায় কমেছে বছরে প্রায় ১২ কোটি টাকা। যদিও এই অর্থ বৃহৎ করদাতা ইউনিট (এলটিউ) আদায় করত। এ প্রসঙ্গে জানতে চাইলে এনবিআরের সদস্য (ভ্যাটনীতি) রেজাউল হাসান ভোরের কাগজকে বলেন, বিদ্যুতের ভ্যাট অব্যাহতির কারণে সরকারের প্রায় সাড়ে ১০ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে। তবে ইন্টারনেটে ভ্যাট অব্যাহতির কারণে কোনো সমস্যা হবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App