×

জাতীয়

বিদেশি নয়, জনগণই বড় পর্যবেক্ষক: নাসিম

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০১৮, ০৯:৩২ পিএম

বিদেশি নয়, জনগণই বড় পর্যবেক্ষক: নাসিম
‘জনগণের প্রতি আস্থাহীন রাজনৈতিক দল বিএনপি নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের ওপর ভরসা করছে’ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বলেছেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক নয়-এ দেশের জনগণই বড় পর্যবেক্ষক’। শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও এলজিইডির চলমান উন্নয়নমুলক কর্মকা- পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেছেন। মন্ত্রী বলেন, নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে। জনগণ ভোটের মালিক। এ নির্বাচনে জনগণ যাদের রায় দেবে, তারাই পরবর্তী সরকার গঠন করবেন। আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দল জনগণের রায় মেনে নেবে। নাসিম সাংবাদিকদের আরো বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃত্বে বিএনপি এবং অন্যান্য দল নির্বাচনে অংশগ্রহণ করছে এটি সুখের কথা। আওয়ামী লীগও চায় দেশের নিবন্ধিত সকল দল নির্বাচনে অংশ গ্রহণ করুক। সকল দলের অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতামূলক এ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবারো সরকার গঠন করবে। কোনো দল যেন নির্বাচন থেকে সরে গিয়ে বিদেশিদের কাছে অসত্য অভিযোগ না করে তার জন্য তিনি সকল রাজনৈতিক দলের প্রতি আহবান জানান নাসিম। বলেন, কোন অন্যায় বা ভুল হলে তাঁর বিচার এ দেশের জনগণই করবে। বিদেশিরা নয়। এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু ইউসুফ সূর্য্য, যুগ্ম সম্পাদক আব্দুল বারী শেখ, কৃষকলীগের কেন্দ্রীয় সহসভাপতি আব্দুল লতিফ তারিন, মনসুর নগর থানা আওয়ামী লীগের গোলাম রব্বানী, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হাকিম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জেহাদ আল ইসলাম প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App