×

খেলা

তিনদিনেই ম্যাচ শেষ করতে চায় ওয়েস্ট ইন্ডিজ

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০১৮, ১০:০৬ পিএম

তিনদিনেই ম্যাচ শেষ করতে চায় ওয়েস্ট ইন্ডিজ
প্রথম ইনিংসে বাংলাদেশ সংগ্রহ করল ৩২৪ রান। এরপর ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে গেল ২৪৬ রানে। ৭৮ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে লেজে-গোবরে অবস্থা বাংলাদেশের। ৫৫ রান তুলতেই নেই ৫ উইকেট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের মোট লিড ১৩৩ রানের। আগামীকাল সকালের সেশনেই বাংলাদেশকে অলআউট করতে চায় ওয়েস্ট ইন্ডিজ। আর তিনদিনেই জিতে নিতে চায় এই টেস্ট। দ্বিতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধি হয়ে আসা শেন ডোরিচ মনে করছেন দ্রুত বাকি পাঁচটি উইকেট তুলে নিলে কালকেই ম্যাচটি শেষ করা সম্ভব। তিনি মনে করছেন ২০০ রানের নিচে যেকোনো স্কোর তাড়া করে জেতা সম্ভব। তার বেশি হলে কঠিন হবে। ডোরিচ বলেন, ‘আমি মনে করি ৫ উইকেট তুলে নিয়ে আমরা ভালো একটা অবস্থানে আছি। যদিও আমরা ভালো ব্যাট করতে পারিনি। তবে লড়াই করার মতো সংগ্রহ পেয়েছি। আমি ও শেটমারায় ভালো একটি জুটি গড়েছিলাম। শেষদিকে ৫ উইকেট তুলে নিতে পারায় আমরা আবার ম্যাচে ফিরেছি। সকালেই যদি বাকি পাঁচটি উইকেট তুলে নিতে পারি তাহলে সেটা আমাদের জন্য আনন্দের ব্যাপার হবে।’ কালকেই ম্যাচ শেষ করে দিতে চায় কিনা তারা? এমন প্রশ্নের জবাবে ডোরিচ বলেন, ‘তেমন কিছু হওয়ার সম্ভাবনা আছে। আসলে এটা নির্ভর করবে কালকের সকালের সেশনের উপর। আমরা যদি দ্রুত উইকেটগুলো তুলে নিতে পারি তাহলে কালকেই ম্যাচটি শেষ করতে পারব। তবে কত রান তাড়া করে জেতা সম্ভব এই পিচে সেটা বলা কঠিন। তবে ২০০ রানের নিচে যেকোনো স্কোর তাড়া করে জেতা সম্ভব। ২০০ এর বেশি হলে কঠিন হবে। বাংলাদেশ ইতিমধ্যে লিড নিয়েছে। স্কোরবোর্ডে লিড থাকলে সেটা তাড়া করা সব সময়ই চ্যালেঞ্জিং বিষয়। তবে সকালে যদি দ্রুত আমরা উইকেটগুলো তুলে নিতে পারি এবং এরপর ব্যাট হাতে ভালো করতে পারি তাহলে জয় নিয়ে মাঠ ছাড়তে পারব।’ উইকেট নিয়ে তিনি বলেন, ‘বেশ কঠিন উইকেট। পিচে বেশ স্পিন ধরছে। আন-ইভেন বাউন্স হচ্ছে। এখানে টিকে থাকলে হলে ইতিবাচক ক্রিকেট খেলতে হবে। টিকে থাকার চেয়েও বেশি কিছু করতে হবে। অপেক্ষা করতে হবে মারার মতো বল পাওয়ার জন্য।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App