×

খেলা

স্পেন বিশ্বকাপ আয়োজনে আগ্রহী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ নভেম্বর ২০১৮, ০২:১৫ পিএম

স্পেন বিশ্বকাপ আয়োজনে আগ্রহী
যদিও ২০৩০ বিশ্বকাপ ফুটবল এখনো অনেক দূরে অবস্থান করছে। কিন্তু তার আয়োজক বাছাই করে রাখতে পূর্ব প্রস্তুতির প্রয়োজন। এমন ভাবনায় প্রতিবেশী মরক্কো ও পর্তুগালকে সঙ্গে নিয়ে যৌথভাবে টুর্নামেন্ট আয়োজন করতে আগ্রহী স্পেন। এমন আগ্রহের কথা জানিয়েছেন স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস। মরক্কোর রাজধানী রাবাত সফরকালে তিনি এ বিষয়ে মরক্কোর প্রধানমন্ত্রী আল ওথমানি ও রাজা মোহাম্মদের সঙ্গে কথা বলেছেন। উদ্যোগী হয়ে স্পেনই এমন প্রস্তাবের কথা তাদের কাছে তুলে ধরেছেন বলে জানান সানচেস, ‘আমি মরক্কো সরকারের সঙ্গে এই যৌথ আয়োজনের প্রস্তুাবটি রেখেছি। যাতে করে ২০৩০ বিশ্বকাপ আয়োজক হতে পারে স্পেন, পর্তুগাল ও মরক্কো। আমরা এ নিয়ে কাজ করব।’ স্পেন এর আগেও পর্তুগালের সঙ্গে যৌথভাবে ২০১৮ বিশ্বকাপের আয়োজক হতে চেয়েছিল। কিন্তু নিলামে তাদের হারিয়ে আয়োজক হয় রাশিয়া। ২০১০ বিশ্বকাপ জয়ী স্পেন সর্বশেষ বিশ্বকাপ আয়োজন করেছিল ১৯৮২ সালে। পর্তুগাল অবশ্য এর আগে কখনো বিশ্বকাপ আয়োজন করেনি। তবে ২০০৪ সালে তারা ইউরোর আয়োজক হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App