×

শিক্ষা

বশেমুরবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষে ভর্তি কার্যক্রম শুরু ৩ ডিসেম্বর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ নভেম্বর ২০১৮, ০৩:৪৫ পিএম

বশেমুরবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষে ভর্তি কার্যক্রম শুরু ৩ ডিসেম্বর
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা হয়েছে। বুধবার (২১ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়। সেখানে আগামী ৩/১২/১৮ থেকে ৬/১২/১৮ তারিখের মধ্যে মেধাতালিকায় এবং অপেক্ষমান তালিকায় থাকা সকল শিক্ষার্থীদের www.admission.bsmrstu.edu.bd ওয়েবসাইটে গিয়ে সাবজেক্ট চয়েজ দিতে বলা হয়েছে। সাবজেক্ট চয়েজের ভিত্তিতে ৯/১২/১৮ তারিখে প্রকাশিত তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ভর্তিপ্রক্রিয়া অনুষ্ঠিত হবে আগামী ১১ এবং ১২ ডিসেম্বর। আসন খালি থাকা সাপেক্ষে আগামী ১৫ ডিসেম্বর অপেক্ষমান তালিকা থেকে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে এবং তাদের ভর্তি প্রক্রিয়া অনুষ্ঠিত হবে আগামী ১৮ ডিসেম্বর। এছাড়া মুক্তিযোদ্ধা কোটায় মেধা তালিকার শিক্ষার্থী ও খেলাধুলা/সাংস্কৃতিক কোটায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ৩০/১১/২০১৮ খ্রীস্টাব্দ তারিখের মধ্যে তাদের সকল প্রয়োজনীয় কাগজপত্র ও প্রবেশপত্র সরাসরি অথবা ডাকযোগে রেজিস্টার দপ্তরে( রেজিস্টার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) বরাবর পাঠাতে হবে। কাগজপত্র যাচাই-বাছাইয়ের পর ০৫/১২/২০১৮ তারিখে সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হবে। কোটাধারীদের সাক্ষাৎকারের সময়সূচি- সাংস্কৃতিক কোটায় (সংক্ষিপ্ত তালিকায় থাকা শিক্ষার্থীদের) সাক্ষাৎকার ০৭/১২/২০১৮। খেলাধুলা কোটার (সংক্ষিপ্ত তালিকায় থাকা শিক্ষার্থী) ও প্রতিবন্ধী কোটায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাৎকার ০৮/১২/২০১৮ তারিখে ও মুক্তিযোদ্ধা, ওয়ার্ড ও উপজাতি কোটায় মেধা তালিকার শিক্ষার্থীদের সাক্ষাৎকার ৯/১২/২০১৮ তারিখে অনুষ্ঠিত হবে। সাক্ষাৎকারের ভিত্তিতে আগামী ১৫ ডিসেম্বর কোটাধারী শিক্ষার্থীদের ভর্তির তালিকা প্রকাশ করা হবে এবং তালিকায় থাকা শিক্ষার্থীদের ভর্তি আগামী ১৮ ডিসেম্বর ২০১৮ তারিখে অনুষ্ঠিত হবে। এবছর ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে প্রায় ১৮,০০০ টাকা। উল্লেখ্য গত ২,৩ এবং ৯,১০ তারিখে বিশ্ববিদ্যালয়টিতে ৯টি অনুষদের অধীনে ৩৪ টি বিভাগের স্নাতক (সম্মান ) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়,এবছর বিশ্ববিদ্যালয়টিতে ভর্তির সুযোগ পাচ্ছে প্রায় ৩২৪৫ জন শিক্ষার্থী।ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.bsmrstu.edu.bd থেকে পাওয়া যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App