×

আন্তর্জাতিক

ক্যামব্রীজ সিটি মেয়রের সাথে বাংলাদেশের কনসাল জেনারেলের বৈঠক

Icon

শামীম আহমেদ

প্রকাশ: ২০ নভেম্বর ২০১৮, ০৯:০২ পিএম

ক্যামব্রীজ সিটি মেয়রের সাথে বাংলাদেশের কনসাল জেনারেলের বৈঠক
নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ক্যামব্রীজ সিটির মেয়র মার্ক ম্যাকগভার্ন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ১৯ নভেম্বর ক্যামব্রীজে মেয়র অফিসের সিটি হলে সাক্ষাতকালে মেয়র মার্ক ম্যাকগভান কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসাকে তাঁর অফিসে স্বাগত জানান। সাক্ষাতকালে, কনসাল জেনারেল ক্যামব্রীজ সিটি মেয়রকে বাংলাদেশী-আমেরিকান জনগোষ্ঠীকে বিভিন্ন সেবা ও সার্বিক সহযোগিতা প্রদানের জন্য ধন্যবাদ জানান। বৈঠকে কনসাল জেনারেল বাংলাদেশের অভ্যুদয় থেকে শুরু করে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বিশদভাবে তুলে ধরেন। বিশেষ করে বর্তমান সরকারের মানবিক কার্যক্রম উক্ত আলোচনায় প্রাধান্য পায়। এ সময় মেয়র বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রার সাফল্যগাঁথা শুনে অভিভূত হন। মেয়র তাঁর সিটিতে বসবাসরত বাংলাদেশী-আমেরিকান নাগরিকদের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং তাঁর সিটিকে একটি অভিবাসী বান্ধব শহর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। কনসাল জেনারেল মেয়রকে বাংলাদেশী-আমেরিকান নাগরিকদের কল্যাণের জন্য একযোগে কাজ করার লক্ষ্যে সহায়তা প্রদানের আশ্বাস দেন। তিনি মেয়রকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান। কনস্যুলেট জেনারেল এর কাউন্সেলর ও চ্যান্সারী প্রধান চৌধুরী সুলতানা পারভীন, প্রথম সচিব মোঃ শামীম হোসেন এবং মেয়র অফিসের ভাইস মেয়র জেন ডেভেরিঅক্স এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App