×

তথ্যপ্রযুক্তি

হোয়াটসঅ্যাপের নাম্বার চেঞ্জ করলেও থাকবে ডেটা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৮, ০৩:৫৫ পিএম

হোয়াটসঅ্যাপের নাম্বার চেঞ্জ করলেও থাকবে ডেটা
হোয়াটসঅ্যাপে এখন প্রায় সব ব্যবহারকারীরা টেক্সট, ডকুমেন্টস, ছবি, অডিও, ভিডিও, সবকিছুই শেয়ার করতে পারেন। এছাড়াও নিত্য নতুন ফিচার এনে গ্রাহকদের মনও জয় করে নিচ্ছে ফেসবুকের মালিকানাধীন প্রতিষ্ঠানটি। কিন্তু যখন আমরা প্রয়োজনের খাতিরে মোবাইল নম্বর পরিবর্তন করে থাকি। তখন কিন্তু ডেটা হারানোর ভয় থাকে। কিন্তু, হোয়াটসঅ্যাপ গ্রাহকদের জন্য নিয়ে এসেছে নতুন ফিচার । যেটির নাম ‘চেঞ্জ নম্বর’। আসুন জেনে নেওয়া যাক এই ফিচারটি কীভাবে কাজ করে। ডিভাইসে নতুন সিম কার্ডটি ইনসার্ট করুন। এবার হোয়াটসঅ্যাপ ওপেন করে রেজিস্টার করা নম্বরটি চেক করুন। হোয়াটসঅ্যাপ-মেনু-সেটিংস-প্রফাইল ফটো। এরপর, ফলো করুন নির্দিষ্ট স্টেপগুলি। হোয়াটসঅ্যাপ-মেনু-সেটিংস-অ্যাকাউন্ট-চেঞ্জ নম্বর। অপশন দেখে নিয়ে পুরনো নম্বরটিকে এন্টার করুন। নীচে আরও একটি বক্স থাকবে। সেখানে নতুন নম্বরটিকে এন্টার করুন। এরপর, ‘ডান’ অপশনটিতে ক্লিক করুন। আইফোনের হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্যও রইল প্রয়োজনীয় স্টেপস সেটিংস-অ্যাকাউন্ট-চেঞ্জ নম্বর। প্রথম বক্সে নিজের পুরনো নম্বরটি এন্টার করুন। সেকেন্ড বক্সে নতুন নম্বরটি। এরপর, ডান করে নম্বর চেঞ্জের প্রসেসটিকে শেষ করুন। এখানে জেনে রাখুন একটি বিষয়। নম্বর চেঞ্জ করলে ইউজারের কনট্যাক্ট লিস্টে থাকা প্রত্যেকটি কনট্যাক্ট নম্বর আলাদাভাবে নোটিফিকেশন পাবেন না। তবে, ইউজাররা গ্রুপ চ্যাটের সময় নম্বর চেঞ্জের বিষয়টি দেখতে পাবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App