×

অন্যান্য

বঙ্গ বিডির ডিজিটাল প্ল্যাটফর্মে নতুন দুই ওয়েব সিরিজ

Icon

অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৮, ০৪:১৩ এএম

বঙ্গ বিডির ডিজিটাল প্ল্যাটফর্মে নতুন দুই ওয়েব সিরিজ
বঙ্গ বিডির ডিজিটাল প্ল্যাটফর্মে নতুন দুই ওয়েব সিরিজ
তারুণ্যের চাহিদার প্রযোজনে বেড়েছে ইন্টারনেটের গতি। এগিয়েছে প্রযুক্তি। ভিসিআর থেকে সেলুলয়েডের সিনেমা হল হয়ে এসেছে হাতের মুঠোয়। নিত্য-নতুন মিডিয়ার কারণে সৃষ্টি হয়েছে বিনোদনের নতুন মাধ্যম। বাংলাদেশের নতুন মিডিয়ায় তেমনই অনবদ্য একটি প্ল্যাটফর্ম বঙ্গ বিডি। নাটক, সিনেমা, মিউজিক ভিডিও, শর্টফিল্ম, টেলিফিল্ম, ইউটিউব শো বিনোদনধর্মী প্রভৃতি অনুষ্ঠানের ওয়ান স্টপ সল্যিউশন বঙ্গ বিডি। যাত্রাকাল থেকে বঙ্গ বিডি বাংলাদেশের সব বয়সী দর্শকের রুচি-চাহিদাপূরণ করে বিভিন্ন রকম অনলাইন কন্টেন্ট নির্মাণ, প্রযোজনা ও অবমুক্ত করা শুরু করে। তারই ধারাবিহকতায় বঙ্গ সম্প্রতি ''kuuk.tv'' ও ''Watchmore'' ডিজিটাল ওয়েব পোর্টালে ''কাকতালীয়'' ও ''টেলিফোনিক'' নামে দুটি ওয়েব সিরিজ প্রযোজনা ও প্রকাশ করে। অন্যান্য যে কোন অনলাইন কন্টেন্টের চেয়ে এ দুটি ওয়েব সিরিজে রয়েছে ভিন্নতা। দুটি কাজই দুই ঢঙে নির্মিত। ''কাকতালীয়'' ওয়েব সিরিজটি বঙ্গ বিডির প্রথম ওয়েবভিত্তিক রোমহর্ষক ডিটেকটিভ সিরিজ। নয় পর্বের এই ওয়েব সিরিজের প্রতিটি পর্বের দৈর্ঘ্য ১০-১২ মিনিট। এক সাংবাদিক ও পুলিশ সার্জেন্টের ঝগড়ার ভিডিও ভাইরাল হয়ে যায়। এদের মাঝে সেই সাংবাদিক খুন হওয়ার পর যখন জানা যায় এই খুনের জন্য সেই পুলিশ সার্জেন্ট দায়ী তখন এই কেসের রহস্য উন্মোচনে পেছনে কাজ করে একদল গোয়েন্দা বাহিনী। তাদের রহস্য উন্মোচনের গল্প নিয়ে ওয়েব সিরিজটি নির্মাণ করেছেন রিসালাত অমি। ''টেলিফোনিক'' ওয়েব সিরিজে, এক দম্পতি নতুন ভাড়া করা বাড়িতে উঠেন। এই বাড়ির পুরনো একটি ল্যান্ডফোনের ভৌতিক কল এবং বাড়িওয়ালার অদ্ভুত আচরণ তাদের প্রাত্যহিক জীবনে দুশ্চিন্তার কারণ হয়ে দাড়ায়। আট পর্বের এই ওয়েব সিরিজের প্রতিটি পর্বের দৈর্ঘ্য প্রায় ১১ মিনিট। ভৌতিক ও রহস্যধর্মী এই ওয়েব সিরিজটি নির্মাণ করেছেন সরদার রোকন। উল্লেখ্য, বঙ্গ বিডি প্রযোজিত এই দুইটি ওয়েব সিরিজ ইতমধ্যে দর্শকনন্দিত হয়েছে। এদুটি ছাড়াও নতুন নাটক, টেলিফিল্ম, মিউজিক ভিডিও, ওয়েব সিরিজ, ইউটিউব অনুষ্ঠান উপভোগ করতে চোখ রাখুন বঙ্গ বিডি ও এর নিজস্ব ওয়েব ''kuuk.tv'' ও ''Watchmore'' পোর্টালে। বিনোদন অনলাইন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App