×

অর্থনীতি

চাহিদা বেড়েছে স্বর্ণের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৮, ০৪:০৮ পিএম

চাহিদা বেড়েছে  স্বর্ণের
প্রতি বছর অক্টোবর নাগাদ ভারতে উৎসবের মৌসুম শুরু হয়। দুর্গাপূজা, দশেরা, কালীপূজার মতো ধর্মীয় উৎসবের পাশাপাশি বছরের শেষ নাগাদ দেশটিতে বিয়ের মৌসুম শুরু হয়। স্বাভাবিকভাবেই এ সময় ভারতে স্বর্ণের চাহিদা বেড়ে যায়। এবারো এর ব্যতিক্রম হয়নি। উৎসবের মৌসুম সামনে রেখে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ভারতে স্বর্ণের চাহিদা আগের বছরের একই সময়ের তুলনায় ১০ শতাংশ বেড়ে ১৮০ টন ছাড়িয়ে গেছে। ভারত বিশ্বের দ্বিতীয় শীর্ষ স্বর্ণের ভোক্তা দেশ। ডবিউজিসির প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৮ সালের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ভারতে স্বর্ণের সম্মিলিত চাহিদা দাঁড়িয়েছে ১৮৩ দশমিক ২ টনে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১০ শতাংশ বেশি। ২০১৭ সালের তৃতীয় প্রান্তিকে ভারতে স্বর্ণের চাহিদা ছিল ১৬৫ দশমিক ৮ টন। সেই হিসাবে এক বছরের ব্যবধানে দেশটিতে মূল্যবান ধাতুটির চাহিদা বেড়েছে ১৭ দশমিক ৪ টন। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ভারতে স্বর্ণালঙ্কার ও স্বর্ণের বার- দুটোর চাহিদায় প্রবৃদ্ধির দেখা মিলেছে। ধর্মীয় ও সামাজিক উৎসবের পাশাপাশি এবারের খারিফ মৌসুমে কৃষিপণ্যের বাম্পার ফলনের কারণে ভারতে স্বর্ণের চাহিদা বেশি ছিল। তবে দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় বন্যা দেখা না দিলে বছরের তৃতীয় প্রান্তিকে ভারতে স্বর্ণের চাহিদা আরো বেশি হতো বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। এ দিকে বছরের প্রথম নয় মাসে ভারতে স্বর্ণের চাহিদা দাঁড়িয়েছে ৫২৩ দশমিক ৯ টনে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১ শতাংশ কম। ২০১৭ সালের একই সময়ে দেশটিতে ব্যবহারিক ধাতুটির সম্মিলিত চাহিদা ছিল ৫২৯ দশমিক ২ টন। সেই হিসাবে এক বছরে ভারতে স্বর্ণের চাহিদা কমেছে ৫ দশমিক ৩ টন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App