×

জাতীয়

এসএসসির ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায় বন্ধের নির্দেশ

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৮, ১০:২৭ পিএম

এসএসসির ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায় বন্ধের নির্দেশ
এসএসসি পরীক্ষার ফরম পূরণে নির্ধারিত ফি’র চেয়ে বেশি টাকা আদায় বন্ধের আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সোমবার সচিবালয়ে এক শিক্ষক প্রতিনিধিদলের সঙ্গে আলোচনাকালে এ আহ্বান জানান শিক্ষামন্ত্রী। নুরুল ইসলাম নাহিদ বলেন, এসএসসি পরীক্ষার ফরম পূরণে কিছু কিছু প্রতিষ্ঠানে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ব্যাপারে সংবাদ মাধ্যমেও খবর প্রকাশিত হয়েছে। নীতিমালা লঙ্ঘন করে যারা অতিরিক্ত টাকা আদায় করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে যারা অতিরিক্ত টাকা নিয়েছেন, তাদের এ টাকা ফেরত দিতে হব। এর সঙ্গে জড়িত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App