×

তথ্যপ্রযুক্তি

অ্যামাজনের ডিভাইস বিক্রিতে মাইক্রোসফট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৮, ০২:৫৫ পিএম

অ্যামাজনের ডিভাইস বিক্রিতে মাইক্রোসফট
অ্যামাজনের ভয়েস অ্যাসিস্ট্যান্ট অ্যালেক্সা সম্বলিত স্মার্ট স্পিকার ইকো বিক্রি শুরু করেছে মাইক্রোসফট।যুক্তরাষ্ট্রে ইকো ডট ও দ্বিতীয় প্রজন্মের ইকো নামের স্পিকার দুটি এখন অনলাইনে ও মাইক্রোসফট স্টোরে পাওয়া যাচ্ছে। এ তথ্য জানিয়েছে টুইটারের ওয়াকিং ক্যাট নামে একটি পেইজ। নিজেদের ভয়েস অ্যাসিস্ট্যান্ট কর্টানার সঙ্গে অ্যামাজনের অ্যালেক্সাকে একীভূত করতে যাচ্ছে মাইক্রোসফট বলে খবর রয়েছে। এ কারণেই তাদের অ্যালেক্সা প্রীতি বেড়েছে।সম্প্রতি সফটওয়্যার জায়ান্টটি গেইমিং কনসোল এক্সবক্স ওয়ানে অ্যালেক্সা যুক্ত করেছে।   অন্যদিকে অ্যামাজন চলতি মাসে মাইক্রোসফট স্টোরে অ্যালেক্সা অ্যাপ উন্মোচন করেছে।উইন্ডোজ ১০ থেকে কল দেওয়া, ভিডিও দেখা, গান চালু ও অন্যান্য স্মার্টহোম ডিভাইস নিয়ন্ত্রণ সবই হবে এখন অ্যালেক্সার মাধ্যমে।অন্যদিকে, কর্টানাকে সাধারণ ব্যবহারকারীদের জন্য নয় বরং বাণিজ্যিক খাতে চ্যাটবট হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App