×

খেলা

আবুধাবি টেস্টের নাটাই পাকিস্তানের হাতে

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০১৮, ০৯:৩৪ পিএম

আবুধাবি টেস্টের নাটাই পাকিস্তানের হাতে
বোলারদের দাপটে আবুধাবি টেস্টের শুরুতে প্রথম দুই ইনিংসেই গুটিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসেও কিউইরা বড় লক্ষ্য দিতে না পারায় আবুধাবিতে চালকের আসনে রয়েছে পাকিস্তান। প্রথম ইনিংসে ১৫৩ রানে নিউজিল্যান্ড গুটিয়ে যাওয়ার পর পাকিস্তানের প্রথম ইনিংস শেষ হয়েছিল ২২৭ রানে। ৭৪ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে কিউইরা অলআউট হয়েছে ২৪৯ রানে। ফলে জয়ের জন্য ১৭৬ রানের লক্ষ্য দাঁড়ায় পাকিস্তানের। তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমে কোনো উইকেট না হারিয়ে ৩৭ রান করে পাকিস্তান। আবুধাবিতে জয়ের দেখা পেতে হলে পুরো ১০ উইকেট হাতে নিয়ে আর মাত্র ১৩৯ রান করলেই কাঙ্খিত জয়ের দেখা পাবে সরফরাজ আহমেদের দল। গতকালের করা ১ উইকেটে ৫৬ রান নিয়ে আজ ব্যাটিং শুরু করে নিউজিল্যান্ড। শেষপর্যন্ত তৃতীয় দিনে ১৯৩ রান যোগ করে ২৪৯ রান করতেই অলআউট হয় কিউইরা। লক্ষ্য তাড়া করতে খেলতে নেমে আজ কোনো বিপদ হয়নি পাকিস্তানের। কোনো ভুল করেননি দুই ওপেনার মোহাম্মদ হাফিজ ও ইমাম উল হক। ইমাম ২৩ বলে ২৫ রানে অপরাজিত রয়েছেন। তার সঙ্গে হাফিজ ৮ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। এর আগে হাসান আলী ও ইয়াসির শাহর দাপুটে বোলিংয়ে দ্বিতীয় ইনিংসেও দাঁড়াতে পারেনি কিউইরা। নিউজিল্যান্ডের হয়ে হেনরি নিকোলস (৫৫) ও বিজে ওয়াটলিং (৫৯) হাফসেঞ্চুরি করে দলের মান বাঁচিয়েছেন। নিউজিল্যান্ডের ১০টি উইকেটের সবকটিই পকেটে পুড়েছেন ইয়াসির শাহ ও হাসান আলী। ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট নিতে হাসান আলী খরচ করেন ৪৫ রান। আর অভিজ্ঞ ইয়াসির ১৪তম বারের মতো ৫ উইকেট নিতে খরচ করেন ১১০ রান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App