×

বিনোদন

‘পলিথিন হাউস’ নিয়ে সিঙ্গাপুরে প্রাচ্যনাট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০১৮, ০৩:১৬ পিএম

‘পলিথিন হাউস’ নিয়ে সিঙ্গাপুরে প্রাচ্যনাট
দেশের অন্যতম থিয়েটার সংগঠন ‘প্রাচ্যনাট’ দ্বিতীয়বারের মতো ‘এশিয়ান ইয়ুথ থিয়েটার ফেস্টিভাল-২০১৮’-এ অংশগ্রহণ করবে। এই উৎসবটি ১৬ থেকে ১৮ নভেম্বর সিঙ্গাপুরে অনুষ্ঠিত হচ্ছে। যার আয়োজন করছে সিঙ্গাপুরের তারুণ্যনির্ভর দল বাডজ্ থিয়েটার। তিন দিনের এই উৎসবে অভিনেতা, নাট্যকার, লেখক ও নির্দেশক আজাদ আবুল কালামের লেখা ‘পলিথিন হাউস’ নাটকটি উপস্থাপন করবে প্রাচ্যনাট। সাতজন কুশীলবের ‘পলিথিন হাউস’ প্রযোজনাটি নির্দেশনা দিয়েছেন সাইফুল ইসলাম এবং সহকারী নির্দেশনায় রয়েছেন মো. শওকত হোসেন সজিব। এই প্রযোজনার মূল আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে বর্তমান বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা জনগোষ্ঠীদের সংকটময় জীবনযাপনের এক দৃষ্টান্তমূলক নিদর্শন। যা বিশ্ব বিবেকের কাছে এখন পর্যন্ত প্রশ্নবিদ্ধ হয়ে রয়েছে। সিঙ্গাপুরে নাটকটির প্রথম প্রদর্শনী হবে উৎসবের শেষ দিন ১৮ নভেম্বর। গত ১৫ নভেম্বর রাতের ফ্লাইটে প্রাচ্যনাটের সদস্যরা সিঙ্গাপুরে গিয়েছে। সিঙ্গাপুরে প্রাচ্যনাটের ৯ সদস্যের মধ্যে রয়েছেন রকি, শর্মি, শাহীন, নিলয়, তাহাদিল, প্রিয়ম, শর্মীলা, সজিব ও সাইফুল ইসলাম। জানা গেছে, সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য ‘এশিয়ান ইয়ুথ থিয়েটার ফেস্টিভাল-২০১৮’-এ মোট ১০টি দল উৎসবে অংশগ্রহণ করছে। যার মধ্যে সিঙ্গাপুরের স্থানীয় ৩টি দলসহ ইন্দোনেশিয়া, জাপান, বাংলাদেশ, ফিলিপাইন, লাওস, ব্রুনি ও মালয়েশিয়ার থিয়েটার দল তাদের প্রযোজনা নিয়ে অংশগ্রহণ করবে। অনুষ্ঠানে কর্মশালা, সেমিনার, শিল্প ও কারুশিল্প এবং অন্যান্য অনুষ্ঠান অন্তর্ভুক্ত রয়েছে। আন্তর্জাতিক এই উৎসবে নাটক প্রদর্শনীর পাশাপাশি ‘ডেভেলপিং কোরাস উইথ রিদম এন্ড থিম’ নামে একটি কর্মশালা পরিচালনা করবে প্রাচ্যনাট। এতে উৎসবে অংশগ্রহণকারী সব দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করে। ১৭ নভেম্বর কর্মশালাটি অনুষ্ঠিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App