×

জাতীয়

পলওয়েলের সঙ্গে পুলিশের কল্যাণ জড়িত: আইজিপি

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০১৮, ০৬:৪০ পিএম

পলওয়েলের সঙ্গে পুলিশের কল্যাণ জড়িত: আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, বাংলাদেশ পুলিশ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডকে (পলওয়েল) একটি আধুনিক ও লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। একই সঙ্গে শেয়ারহোল্ডারদের আস্থা বাড়াতে হবে। শনিবার রাজধানীতে রাজারবাগে এক অনুষ্ঠানে তিনি আরো বলেন, পলওয়েলের প্রতি শেয়ারহোল্ডারদের আস্থা বাড়াতে হবে। পুলিশ সদস্যদের বিনিয়োগকৃত অর্থ দিয়ে তাদের কল্যাণে বিভিন্ন ধরনের প্রকল্প গ্রহণ করতে হবে। পলওয়েলের চলমান প্রকল্পের সঙ্গে লাভজনক নতুন নতুন প্রকল্প গ্রহণ করার কোনো বিকল্প নেই। পলওয়েলের ৫১তম বার্ষিক সাধারণ সভায় পুলিশ প্রধান আরো বলেন, প্রচীনতম এ সমবায়ী প্রতিষ্ঠানটির ব্যবসা সম্প্রসারণ এবং আয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করতে হবে। কেননা এটির উত্তরোত্তর সমৃদ্ধির সঙ্গে পুলিশের কল্যাণ জড়িত। সভায় পলওয়েলের ভাইস চেয়ারম্যান ও অতিরিক্ত আইজিপি মো. মোখলেসুর রহমান, ম্যানেজিং ডিরেক্টর ও অতিরিক্ত আইজিপি মো. মইনুর রহমান চৌধুরীসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App