×

জাতীয়

নির্বাচনে লড়তে চান গ্রেনেড মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পিন্টুও

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০১৮, ০২:৩৮ পিএম

নির্বাচনে লড়তে চান গ্রেনেড মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পিন্টুও
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টুর পক্ষে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভ‚ঞাপুর) আসনে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এ ছাড়া সালাম পিন্টুর ছোট ভাই জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষেও টাঙ্গাইল-২ ও টাঙ্গাইল-৫ আসন থেকে দলীয় মনোনয়নপত্র নেয়া হয়েছে। পিন্টু ও টুকুর পক্ষে তাদের ভাই জেলা বিএনপির সভাপতি শামছুল আলম তোফা এই মনোনয়নপত্র সংগ্রহ করেন। এই দুজনসহ জেলার ৮টি আসনে মোট ৩০ জন প্রার্থী বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আব্দুস সালাম পিন্টু ১৯৯১ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে জোট সরকারের উপমন্ত্রীর দায়িত্ব পান। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় জড়িত থাকার অভিযোগে ২০০৮ সালের জানুয়ারিতে তিনি গ্রেপ্তার হন। তারপর থেকে কারাগারে আছেন। গত অক্টোবর মাসে এই মামলায় তার মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। ২০০৮ সালের নির্বাচনে সালাম পিন্টু কারাগারে থাকায় তার ভাই সুলতান সালাউদ্দিন টুকু বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। তিনিও অনেকগুলো মামলায় বর্তমানে কারাগারে আছেন। দুই ভাইয়ের মনোনয়নপত্র সংগ্রহ প্রসঙ্গে শামছুল আলম জানান, টাঙ্গাইল-২ আসনে মূলত আব্দুস সালাম পিন্টু প্রার্থী হবেন। তবে আইনগত কোনো জটিলতার কারণে তিনি নির্বাচনে অংশ নিতে না পারলে ছোট ভাই সুলতান সালাউদ্দিন প্রার্থী হবেন। সালাম পিন্টু প্রতিদ্বন্দ্বিতা করতে পারলে সুলতান সালাউদ্দিন টাঙ্গাইল-৫ (সদর) আসন থেকে মনোনয়ন চাইবেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল জানান, জেলার ৮টি আসনে এ পর্যন্ত ৩০ জন দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন। এরা হচ্ছেন টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সরকার শহীদুল ইসলাম, সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আলী, মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ। টাঙ্গাইল-২ (গোপালপুর-ভ‚ঞাপুর) আসনে দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু, যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন, দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন। টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদ ও জেলা বিএনপির কোষাধ্যক্ষ মাঈনুল ইসলাম। টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে দলের নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন, উপজেলা বিএনপির আহবায়ক শুকুর মাহমুদ, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক বেনজীর আহমেদ টিটো, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি আব্দুল হালিম। টাঙ্গাইল-৫ (সদর) আসনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক মন্ত্রী মেজর জেনারেল (অব:) মাহমুদুল হাসান, যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সহসভাপতি ছাইদুল হক, কেন্দ্রীয় বিএনপির সহক্রীড়া সম্পাদক আরিফুল হক প্রিন্স ও নির্বাহী সদস্য খন্দকার আহসান হাবিব। টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে সাবেক প্রতিমন্ত্রী গৌতম চক্রবর্তী, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা রবিউল আওয়াল ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য নুর মোহাম্মদ খান। টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে কেন্দ্রীয় বিএনপির শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, কেন্দ্রীয় নির্বাহী সদস্য সাঈদ সোহরাব ও উপজেলা বিএনপির সদস্য ফিরোজ হায়দার খান। টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, শেখ মোহাম্মদ হাবিব, বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম ও জেলা বিএনপির সহসভাপতি জিয়াউল হক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App