×

পুরনো খবর

হালেপ-কারবার পাশাপাশি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০১৮, ০২:৫৮ পিএম

হালেপ-কারবার পাশাপাশি
টেনিস র‌্যাঙ্কিং থেকে প্রায় হারিয়েই গিয়েছেন আমেরিকান টেনিস কন্যা সেরেনা উইলিয়ামস। তার জায়গাতে এখন আধিপত্য বিস্তার করে চলেছেন সিমোনা হালেপ। গ্র্যান্ডস্লাম জয়ের দৌড়ে ততটা দক্ষ না হলেও র‌্যাঙ্কিংয়ে ঠিকই শীর্ষস্থান ধরে রেখেছেন তিনি। তবে কতদিন প্রথম স্থানে থাকতে পারবেন, সেটাই এখন দেখার বিষয়। কেননা জার্মান টেনিস সুন্দরী অ্যাঞ্জেলিক কারবার হালেপের গায়ে নিঃশ্বাস ফেলছেন। হালেপের পাশাপাশিই রয়েছেন তিনি। এ ছাড়া টেনিস র‌্যাঙ্কিংয়ের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছেন ক্যারোলিন ওজনিয়াকি, এলিনা সভিতোলিনা এবং নাওমি ওসাকা। টেনিস বিশ্বের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস সম্প্রতি গা ঢাকা দিয়ে আছেন। কন্যা সন্তান জন্ম দেয়ার পর খুঁজেই পাওয়া যাচ্ছে না তাকে। চলতি বছর ইউএস ওপেনের ফাইনাল খেললেও জাপানিজ তারকা নাওমি ওসাকার কাছে হেরেছেন ২৩ বারের গ্র্যান্ডস্লাম । বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ে তার অবস্থান ১৬ নম্বরে। র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন রোমানিয়ান টেনিস কন্যা সিমোনা হালেপ। সেরেনা শীর্ষস্থান হারানোর পর তাকে পেছনে ফেলতে পারছেন না কেউই। তবে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে সম্প্রতি অ্যাঞ্জেলিক কারবারকে দেখা যাচ্ছে। ক্যারোলিন ওজনিয়াকিকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন কারবার। নিজের পারফর্ম ধরে রাখতে পারলে রোমানিয়ান তারকাকে অতিক্রম করা অতটা কঠিন হবে না বলে মনে করছেন অনেকে। র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে উঠার অভিজ্ঞতাও রয়েছে ৩০ বছর বয়সী এই নারী টেনিসারের। ২০১৬ সালের নভেম্বর মাসে বিশ্ব নারী টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে উঠেছিলেন তিনি। সে বছর দুটি গ্র্যান্ডও জিততে সক্ষম হয়েছিলেন জার্মান টেনিস কন্যা। ফাইনালে আমেরিকান কৃষ্ণকলি সেরেনাকে ৬-৪, ৩-৬ এবং ৬-৪ সেটে হারিয়ে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম জেতেন। ওই বছরই স্টেফেনকে হারিয়ে দ্বিতীয় গ্র্যান্ডস্লাম জেতেন তিনি। এরপর মাঝখানে হারিয়ে যান কারবার। চলতি বছর ফের জ্বলে উঠেন। উইম্বলডন ওপেনের ফাইনালে আমেরিকান টেনিস তারকা সেরেনা উইলিয়ামসকে ৬-৩ এবং ৬-৩ সেটে হারিয়ে প্রথমবারের মতো উইম্বলডন ওপেনে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন জার্মান টেনিস সুন্দরী অ্যাঞ্জেলিক কারবার। এটি তার ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ডস্লাম। গ্র্যান্ডস্লামের কথা বিবেচনা করলে কারবার হতে কিছু পিছিয়ে রাখতে হবে সিমোনা হালেপকে। টেনিস ক্যারিয়ারে মাত্র ৪টি মেজর টুর্নামেন্টে মাত্র একবার শিরোপা জিততে সক্ষম হয়েছেন তিনি। সেটা আবার চলতি বছরেই। ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে আমেরিকান উদীয়মান টেনিস তারকা স্টেফেন বিপক্ষে মাঠে নামেন হালেপ। স্টিফেনের বিপক্ষে প্রথম সেটে হেরেও যান। কিন্তু পরের দুই সেটে জয় তুলে নিয়ে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লামের স্বাদ পান ২৭ বছর বয়সী রোমানিয়ান নারী টেনিসার। উল্লেখ্য, নারী টেনিস র‌্যাঙ্কিংয়ে তৃতীয় এবং পঞ্চম নম্বরে থাকা ক্যারোলিন ওজনিয়াকি ও নাওমি ওসাকা একবার করে গ্র্যান্ডস্লাম জেতেন। তবে এখনো মেজর কোনো টুর্নামেন্টের শিরোপা জেতেননি র‌্যাঙ্কিংয়ের চার নম্বরে থাকা এলিনা সভিতোলিনা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App