×

জাতীয়

বিএনপির ছয় ও জামায়াতের এক প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০১৮, ০৩:২৫ পিএম

বিএনপির ছয় ও জামায়াতের এক প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দীতা করার জন্য পটুয়াখালী-২ বাউফল আসনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) থেকে ছয় জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এরা হলেন, বাউফল উপজেলা বিএনপির সভাপতি ও ডেলটা গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ তালুকদার, সাবেক এমপি(২০০১-২০০৫) মো. শহিদুল আলম তালুকদার, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক মো. মূনির হোসেন, জিয়া গবেষনা পরিষদের সভাপতি সাবেক ছাত্র নেতা মো. আনিসুর রহমান আনিস, কেন্দ্রীয় ছাত্র দলের সহ সম্পাদক মো. মনিরুল ইসলাম মনির এবং বাউফল উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিম বাদশা। এছাড়া জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের জেনারেল সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বাউফল পৌর বিএনপির সাধারন সম্পাদক কাউন্সিলর হুমায়ন কবীর জানান, উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ তালুকদার ২০০৮ সালের নির্বাচনে প্রতিদ্বন্দীতা করে প্রায় ৬০ হাজার ভোট পেয়ে আওয়ামী লীগ প্রার্থী আ.স.ম. ফিরোজের কাছে পরাজিত হয়েছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দল থেকে তাকে নমিনেশন দিলে বাউফলের আসন বিএনপির ঘরে আসবে। তবে নির্বাচনে প্রতিদ্বন্দীতা করা নির্ভর করছে দলের নমিনেশনের ওপর। সাবেক এমপি শহিদুল আলম তালুকদারের সমর্থকরা জানান, দল থেকে নমিনেশন দিলে জয় নিশ্চিত। এদিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক মো. মূনির হোসেন জানান, বাউফলের মানুষ সাবেক এমপি এবং বর্তমান সভাপতির কর্মকান্ড সম্পর্কে খুব ভাল ভাবে জানেন। আমার দৃঢ় বিশ্বাস, দল আমাকে নমিনেশন দিলে বাউফল আসনটি দেশনেত্রী খালেদা জিয়াকে উপহার দিতে পারবো। অপরদিকে জিয়া গবেষনা পরিষদের সভাপতি সাবেক ছাত্র নেতা মো. আনিসুর রহমান আনিস সহ অন্যান্য প্রার্থীরা তাদের জয়ের ব্যাপারে আশাবাদি রয়েছেন। এদিকে নিবন্ধন বাতিল হয়ে যাওয়ায় জামায়াতের ঢাকা দক্ষিণের জেনারেল সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বাউফল আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তার দলের সমর্থকরা জানান, আমাদের প্রার্থীকে সমর্থন দেয়ার জন্য বিএনপির সাথে আলাপ-আলোচনা চলছে। খুব শীঘ্রই এর ফয়সালা হয়ে যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App