×

জাতীয়

শুভ জন্মদিন হুমায়ূন আহমেদ!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০১৮, ০১:০৯ পিএম

শুভ জন্মদিন হুমায়ূন আহমেদ!
বছর ঘুরে জন্মদিন আসত, তবে তার মধ্যে দেখা যেত না তেমন উচ্ছ্বাস। কেক কাটা, মোম জ্বালানো, বেলুন সাজানো এসব আনুষ্ঠানিকতা পছন্দ করতেন না তিনি। কিন্তু স্বজন, সুহৃদ আর শুভানুধ্যায়ীদের ভালোবাসায় শেষ পর্যন্ত তার জন্মদিনটি ঠিকই হয়ে উঠত আনন্দময়, উৎসবমুখর। তিনি নেই, তবু আজ ১৩ নভেম্বর তেমনি আনন্দের মধ্য দিয়েই বাংলা সাহিত্যের নন্দিত লেখক, নাট্যকার ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের জন্মদিন উদযাপন করা হবে। লেখকের জন্মদিন উপলক্ষে পরিবারের পাশাপাশি বিভিন্ন সংগঠন ও টিভি চ্যানেল আয়োজন করেছে নানা কর্মসূচি ও অনুষ্ঠানমালা। এ উপলক্ষে চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে সপ্তমবারের মতো হুমায়ূন আহমেদ স্মরণে ‘হুমায়ূন মেলা’। এ দিন বেলা ১১টা ৫ মিনিটে হিমুপ্রেমীরা হলুদ পাঞ্জাবি গায়ে দিয়ে চ্যানেল আই প্রাঙ্গণে উপস্থিত থেকে হলুদ বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করবেন। উপস্থিত থাকবেন হুমায়ূন আহমেদের পরিবারের সদস্যসহ বিভিন্ন অঙ্গনের হুমায়ূন ভক্ত ও বিশিষ্টজনরা। উন্মুক্ত মঞ্চ থেকে পরিবেশিত হবে হুমায়ূন আহমেদের লেখা গান। হুমায়ূন আহমেদ স্মরণে স্মৃতিকথা বলবেন অনুষ্ঠানে বিশিষ্টজনরা। নৃত্য পরিবেশন করবে চ্যানেল আই সেরা নাচিয়ে ও অন্যান্য নৃত্যশিল্পী। আরো থাকবে হুমায়ূন আহমেদের লেখা থেকে আবৃত্তি পরিবেশনা। মেলার স্টলগুলোতে থাকবে হুমায়ূন আহমেদের বই, হুমায়ূন আহমেদ নির্মিত চলচ্চিত্র ও নাটকের ভিডিও সিডি। স্টলগুলোতে আরো থাকবে দেশীয় নানান পণ্যসামগ্রী। হুমায়ূন আহমেদ স্মরণে চিত্রাঙ্কন করবে বিভিন্ন বয়সী শিশুশিল্পীরা। মেলা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই ও রেডিও ভ‚মি। হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান শুরু হবে সকাল ৭টা ৩০ মিনিটে ‘গানে গানে সকাল শুরু’ প্রচারের মধ্য দিয়ে। এ অনুষ্ঠানে হুমায়ূন আহমেদের লেখা চলচ্চিত্র ও নাটকের গানগুলো সরাসরি গাইবে সেরাকণ্ঠ ও ক্ষুদে গানরাজের শিল্পীরা। বিকেল ৩টা ৫ মিনিটে দেখানো হবে হুমায়ূন আহমেদ নির্মিত চলচ্চিত্র ‘ঘেটুপুত্র কমলা’। তবে ১২ নভেম্বর রাত ১২টা ১ মিনিটে হুমায়ূন আহমেদের বাসায় কেক কেটে জন্মদিন উদযাপন করেন পরিবারের সদস্যরা। ১৩ নভেম্বর সকালে নুহাশ পল্লীতে থাকছে বিশেষ অনুষ্ঠান। প্রসঙ্গত, হুমায়ূন আহমেদের জন্ম নেত্রকোনার কুতুবপুরে, ১৯৪৮ সালের ১৩ নভেম্বর। বাবা ফয়জুর রহমান আহমেদ ছিলেন পুলিশ কর্মকর্তা। মায়ের নাম আয়েশা ফয়েজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। একপর্যায়ে অধ্যাপনা ছেড়ে পেশা হিসেবে লেখালেখিকে বেছে নেন। পরে নাটক ও চলচ্চিত্র নির্মাণেও যুক্ত হয়েছিলেন। হুমায়ূন আহমেদ একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কারসহ বিভিন্ন পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। কোলন ক্যান্সারে ২০১২ সালের ১৯ জুলাই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App