×

খেলা

জুভেন্টাস, পিএসজি ও রিয়ালের জয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০১৮, ০৩:৫৭ পিএম

জুভেন্টাস, পিএসজি ও রিয়ালের জয়
স্প্যানিশ লা লিগার সোমবারের ম্যাচে বড় ব্যবধানের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এদিন চেল্টা ডি ভিগোকে ৪-২ গোলে হারিয়েছে তারা। ম্যাচটিতে রিয়ালের হয়ে ১টি করে গোল করেছেন করিম বেনজেমা, সার্জিও রামোস ও ড্যানি ক্যাভোস। এ ছাড়া অন্য গোলটি আত্মঘাতী। তা ছাড়া এদিন ফ্রেঞ্চ লিগ ওয়ানে মোনাকোর বিপক্ষে ৪-০ গোলের বড় ব্যবধানের জয় পেয়েছে পিএসজি। ম্যাচটিতে বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে হ্যাটট্রিক করেছেন ফরোয়ার্ড এডিনসন কাভানি এবং অন্য গোলটি এসেছে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের পা থেকে। অন্যদিকে ইতালিয়ান সিরি আয় এসি মিলানকে ২-০ গোলে হারিয়েছে জায়ান্ট জুভেন্টাস। এ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে মারিও মানজুকিচ ও ক্রিশ্চিয়ানো রোনালদো ১টি করে গোল করেছেন। তবে রিয়াল মাদ্রিদ, পিএসজি ও জুভেন্টাস জয় পেলেও হোঁচট খেয়েছে বার্সেলোনা। স্প্যানিশ লা লিগায় রিয়াল বেটিসের বিপক্ষে ৪-৩ গোলে হেরেছে কোচ আর্নেস্তো ভালভের্দের শিষ্যরা। এ ম্যাচ দিয়েই প্রায় ৩ সপ্তাহ পর মাঠে ফিরেছেন বার্সার আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। এদিন বার্সার হয়ে জোড়া গোল করেছেন তিনি। সোমবার চেল্টা ডি ভিগোর মাঠে ম্যাচের ২৩ মিনিটেই রিয়াল মাদ্রিদকে এগিয়ে নেন করিম বেনজেমা। লুকা মড্রিচের পাস থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন তিনি। দ্বিতীয়ার্ধের একাদশ মিনিটে চেল্টা ডি ভিগোর ডিফেন্ডার গাস্টাভো কাভরালের ভুলে হওয়া আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ (২-০) করে গকটিকোরা। তবে ৫ মিনিট পরেই স্বাগতিকদের হয়ে ব্যবধান কমান (২-১) হুগো মায়ো। ম্যাচের ৮৩ মিনিটে স্পট কিক থেকে সার্জিও রামোসের গোলে ব্যবধান ৩-১ করে সফরকারীরা। এরপর যোগ করা সময়ের প্রথম মিনিটে রিয়ালের হয়ে ড্যানি ক্যাভোস আরো ১টি গোল ব্যবধান দাঁড়ায় ৪-১ এ। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে (৯০+৪) স্বাগতিকদের হয়ে ব্রাইস মেন্ডেজ লক্ষ্যভেদ করলে তা কেবল ব্যবধানই কমিয়েছে, ঠেকাতে পারেনি সান্টিয়াগো সোলারির শিষ্যদের জয়। শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়েন রামোসরা। তবে রিয়াল জিতলেও এদিন রিয়াল বেটিসের বিপক্ষে ৪-৩ গোলে হেরেছে বার্সেলোনা। হারলেও অবশ্য টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে কাতালান ক্লাবটি। বর্তমানে ১২ ম্যাচে তাদের পয়েন্ট ২৪। দ্বিতীয় স্থানে থাকা সেভিয়ার পয়েন্ট ১২ ম্যাচে ২৩। সমান সংখ্যক ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদের অবস্থান টেবিলের ষষ্ঠ স্থানে। অন্যদিকে ফ্রেঞ্চ লিগ ওয়ানে এডিনসন কাভানির হ্যাটট্রিকে মোনাকোকে ৪-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে পিএসজি। মোনাকোর মাঠে অনুষ্ঠিত ম্যাচটিতে চতুর্থ মিনিটেই গোল করে বর্তমান চ্যাম্পিয়নদের এগিয়ে নেন কাভানি। এর ৭ মিনিট পর নিজের দ্বিতীয় গোলের দেখা পাওয়া উরুগুইয়ান স্ট্রাইকার ম্যাচের ৫৩ মিনিটে পূর্ণ করেন হ্যাটট্রিক। ৬৪ মিনিটে স্পট কিক থেকে নেইমার গোল করলে বড় ব্যবধানের জয় নিশ্চিত হয় টমাস টুশেলের শিষ্যদের। বর্তমানে ১৩ ম্যাচে ১৩ জয়ে ৩৯ পয়েন্ট নিয়ে শিরোপা জয়ের দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছে পিএসজি। টেবিলের দ্বিতীয় স্থানে থাকা লিলের পয়েন্ট ১৩ ম্যাচে ২৬। এদিকে ইতালিয়ান সিরি আয় মারিও মানজুকিচ ও ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে এসি মিলানকে ২-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস। এদিন ম্যাচের অষ্টম মিনিটে মানজুকিচের গোলে এগিয়ে যায় তুরিনের ক্লাবটি। ম্যাচের ৮১ মিনিটে ডি-বক্সের ভেতর বল পেয়ে জোরালো শটে বল জালে পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ (২-০) করার পাশাপাশি দলের জয় নিশ্চিত করেন রোনালদো। ১২ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের শীর্ষে আছে কোচ ম্যাসিমিলিয়ানো আল্লেগ্রির শিষ্যরা। দ্বিতীয় স্থানে থাকা নাপোলির পয়েন্ট ১২ ম্যাচে ২৮।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App