×

জাতীয়

উজিরপুরে ইউপি চেয়ারম্যান হত্যার প্রধান সন্দেহভাজন 'বন্দুকযুদ্ধে' নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০১৮, ১২:৩৮ পিএম

বরিশালের উজিরপুরে ইউপি চেয়ারম্যান বিশ্বজিত হালদার নান্টু হত্যার প্রধান সন্দেহভাজন পুলিশের হাতে গ্রেপ্তারের পর 'বন্দুকযুদ্ধে' নিহত হয়েছেন। তার নাম রবিউল আলম (৩৫)। সোমবার গভীর রাতে উপজেলার জল্লা ইউনিয়নের পীরের পাড় ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রবিউলের বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলার কুকরিরচর গ্রামে। তার বিরুদ্ধে ৬টি হত্যা মামলা, ডাকাতি, ছিনতাইসহ ১০টি মামলা রয়েছে। জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, রবিউল দুই মাস আগে চেয়ারম্যান নান্টুকে গুলি করে হত্যা করে বলে গ্রেফতার আসামিরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে মাদারীপুর থেকে রবিউলকে গ্রেপ্তার করা হয়। এরপর জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তাকে নিয়ে ফুলতলা এলাকায় অস্ত্র উদ্ধারে যায়। সেখানে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি চালালে গুলিবিদ্ধ হয়ে রবিউলের মৃত্যু হয়। পুলিশ সুপার জানান, ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্রসহ বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App