×

খেলা

২-১ ব্যবধানে সিরিজ জিতল সফরকারী দক্ষিণ আফ্রিকা

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১১ নভেম্বর ২০১৮, ০৬:২৩ পিএম

২-১ ব্যবধানে সিরিজ জিতল সফরকারী দক্ষিণ আফ্রিকা
তিন ম্যাচ সিরিজে আগের দুটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১-১ জয়ে সমতায় ছিল দক্ষিণ আফ্রিকা। আজ শেষ ওয়ানডেতে দু’দলের সামনেই ছিল সিরিজ জয়ের সুযোগ। সে সুযোগ কাজে লাগিয়ে অস্ট্রেলিয়াকে ৪০ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। হোবার্টে টস জিতে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফাফ ডু প্লেসিকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রন জানান অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ। আগে ব্যাটিং করতে নেমে ডু প্লেসি ও ডেভিড মিলারের রেকর্ড জুটিতে ৫ উইকেটে ৩২০ রানে বড় সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। লক্ষ্য তাড়া করতে নেমে ৯ উইকেটে ২৮০ রানে শেষ হয় স্বাগতিক অস্ট্রেলিয়ার ইনিংস। ৩২১ রানের লক্ষ্যে খেলতে নেমে অস্ট্রেলিয়ার হয়ে সেঞ্চুরির দেখা পান শন মার্শ। দলের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ১০৬ রানের ইনিংসটি তার ব্যাট থেকেই আসে। তার সেঞ্চুরি ছাড়াও মার্কোস স্টয়নিস ৬৩, অ্যালেক্স ক্যারি ৪২ ও গ্লেন ম্যাক্সওয়েল ৩৫ রান করলেও দলকে জয় উপহার দিতে পারেননি। বল হাতে দক্ষিণ আফ্রিকার গতি তারকা ডেল স্টেইন ও কাগিসো রাবাদ ৩টি করে উইকেট নেন। ২টি উইকেট পান প্রিটোরিয়াস। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে জোড়া সেঞ্চুরিতে বড় পুঁজি পায় দক্ষিণ আফ্রিকা। দলীয় ৫৫ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে রেকর্ড জুটিতে প্রোটিয়াদের লড়াকু পুঁজি এনে দেন ডু প্লেসি ও মিলার। চতুর্থ উইকেট জুটিতে ২৫২ রান এনে দেন এ দুই ব্যাটসম্যান।ওয়ানডেতে যে কোনো উইকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রোটিয়াদের এটা সর্বোচ্চ জুটির রেকর্ড। রেকর্ড জুটি গড়ার পথে ১১৪ বলে ১৫ চার ও ২ ছক্কায় ১২৫ রান করেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফাফ ডু প্লেসি। তার সঙ্গে ১০৮ বলে ১৩ চার ও ৪ ছক্কায় ১৩৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন মিলার। বল হাতে অস্ট্রেলিয়ার হয়ে মিচেল স্টার্ক ও মার্কোস স্টয়নিস দুটি উইকেট পান। অপর উইকেটটি পান জশ হ্যাজেলউড।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App