×

খেলা

সেমিফাইনালে শেখ রাসেল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ নভেম্বর ২০১৮, ১২:৫০ পিএম

সেমিফাইনালে শেখ রাসেল
ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টে দারুণ খেলছে শেখ রাসেল ক্রীড়া চক্র। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গতকাল দিনের একমাত্র ম্যাচে গতবারের রানার্সআপ চিটাগং আবাহনীকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে সাইফুল বারী টিটুর শিষ্যরা। ম্যাচে জয়সূচক একমাত্র গোলটি করেছেন শেখ রাসেলের নাইজেরিয়ান ফরোয়ার্ড রাফায়েল ওডোভিন অনরোবি। আজ টুর্নামেন্টের শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচে বসুন্ধরা কিংসের বিপক্ষে মাঠে নামবে টিম বিজেএমসি। ২০১২ সালের পদাঙ্ক অনুসরণ করেই হাঁটছে শেখ রাসেল ক্রীড়া চক্র। তাদের কাছে পাত্তাই পাচ্ছে না কেউই! গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদের বিপক্ষে ২-০ গোলে জিতেছিল বিশ্বজিৎ-বিপলুরা। পরের ম্যাচে একবারের চ্যাম্পিয়নদের বিপক্ষে জয় পায়নি বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীও। গ্রুপ পর্বের দ্বিতীয় এবং শেষ ম্যাচে দশবারের চ্যাম্পিয়নদের বিপক্ষে ১-০ গোলের জয় নিয়ে গ্রæপ সেরা হয়ে সেরা আটে ওঠে শেখ রাসেল। কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে গতকাল বর্তমান রানার্সআপ চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে মাঠে নামে টিটুর দল। জিততে পারেনি জুলফিকার মাহমুদ মিন্টুর শিষ্যরা। এদিন ম্যাচের শুরু থেকেই সমানতালে খেলতে থাকে দুদল। আক্রমণ আর পাল্টা আক্রমণে খেলা চললেও প্রথমার্ধে ৪৫ মিনিটে কাক্সিক্ষত গোলের দেখা পায়নি কোনো দলই। ফলে গোলশূন্য ব্যবধানেই বিরতিতে যায় দুদল। তবে গোল পেতে আর বেশিক্ষণ দেরি করতে হয়নি শেখ রাসেলকে। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটেই শেখ রাসেলের নাইজেরিয়ার তারকা রাফায়েল অনরোবির করা গোলে ১-০তে এগিয়ে যায় ২০১২ সালের চ্যাম্পিয়নরা। এরপর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে গতবারের রানার্সআপরা। বল দখল এবং আক্রমণেও আধিপত্য বিস্তার করে চিটাগং আবাহনীই। কিন্তু গোলের দেখা পায়নি মিন্টুর শিষ্যরা। একের পর এক আক্রমণ করলেও প্রতিপক্ষের ডি-বক্সের আগেই বল হারিয়েছেন চিটাগংয়ের ফুটবলাররা। ফলে শেষ পর্যন্ত ম্যাচে আর কোনো গোল না হলে জয় নিয়েই মাঠ ছাড়ে সাইফুল বারী টিটুর শিষ্যরা। আর এ জয়ের মাধ্যমে সেরা চারে জায়গা করে নিয়েছে শেখ রাসেল। ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ চতুর্থ কোয়ার্টার ফাইনালের জয়ী দল। আর সেটা নির্ধারণ হবে আজই। কেননা টুর্নামেন্টের চতুর্থ এবং শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচে বসুন্ধরা কিংসের বিপক্ষে আজ মাঠে নামবে টিম বিজেএমসি। এ ছাড়া নিজ নিজ ম্যাচে জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে দশবারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App