×

জাতীয়

শান্তিতে বাস করতে হলে আবারো নৌকায় ভোট দিন  : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী 

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ নভেম্বর ২০১৮, ০৫:১৪ পিএম

শান্তিতে বাস করতে হলে আবারো নৌকায় ভোট দিন  : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী 
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এমপি বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নারীদের অধিকারের পাশাপাশি ধর্মীয় শিক্ষা নিশ্চিত করেছেন। প্রধান মন্ত্রীর নেতৃত্বে দেশ এখন খাদ্যে স্বয়ং সম্পন্ন হয়েছে। হয়েছে পদ্মা সেতু। এছাড়া বিদ্যুৎ, শিক্ষা,স্বাস্থ্য সেবার উন্নয়নসহ বিভিন্ন উন্নয়নের ক্ষেত্রে পৃথিবীর বুকে বাংলাদেশ এক অনন্য উদাহারণ সৃষ্টি করেছে। বিশেষ করে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে গ্রামের প্রত্যন্ত এলাকার মানুষের প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ধর্মীয় শিক্ষার মাধ্যমে জীবনকে অনেক সুন্দর করে গড়ে তুলতে হবে। ধর্মীয় বিষয়ে আরো জ্ঞান বাড়াতে হবে। সুশিক্ষায় শিক্ষিত হতে হলে ধর্মীয় শিক্ষার জ্ঞান লাভ করতে হবে। তিনি আজ রবিবার দুপুরে মাগুরা শালিখার আড়পাড়া কেন্দ্রীয় শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরে “গীতা শিক্ষা, মন্দির ভিত্তিক শিশু ও গনশিক্ষা” কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। প্রতিমন্ত্রী আরো বলেন, আওয়ামীলীগ সরকার দেশের উন্নয়ন করে, আর বিএনপি-জামাত তা ধ্বংস করে। আমরা গাছ লাগাই আর বিএনপি নিধন করে। অর্থাৎ বিএনপি ধ্বংস লীলায় মেতে ওঠে। তিনি আরো বলেন,দেশ উন্নয়ন হতে হলে সুশিক্ষার প্রয়োজন। অপশিক্ষা, মিথ্যা শিক্ষা গোলমালের সৃষ্টি করে। বঙ্গবন্ধুশেখ মুজিবুর রহমানদেশ স্বাধীন করেছিলেন ধর্ম নিরপেক্ষতকে র্নিভর করে। বর্তমান জননেত্রী শেখ হাসিনাও ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী। আপনারা যদি সুখে বসবাস করতে চান তা হলে আবারও নৌকা র্মাকায়ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে প্রধান মন্ত্রী করুন। সভায় ভারপ্রাপ্ত আড়পাড়া কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দিরের সভাপতিগোপাল সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী মজুমদার,জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদ্যুৎ কুমার সিংহ, সাধারন সম্পাদক বাসুদেব কুন্ড, ুচেয়ার ম্যান মোঃ আরজ আলী বিশ্বাস, শালিখা উপজেলা পূজা উদযাপন পরিষদেও সাধারন সম্পাদক সীতান চন্দ্র বিশ্বাস, যুবলীগনেতা মুজিবর রহমান বিশ্বাস ও মোঃ রেজাউল ইসলাম প্রমুখ। বক্তব্যশেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের মাঝে গীতা ও ধর্মীয় বই বিতরন করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App