×

জাতীয়

রামগঞ্জে ভূয়া নার্সের হাতে নবজাতকের মৃত্যুর অভিযোগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ নভেম্বর ২০১৮, ০৪:১৬ পিএম

রামগঞ্জে ভূয়া নার্সের হাতে নবজাতকের মৃত্যুর অভিযোগ
লক্ষীপুরের রামগঞ্জে নিউ লাইফ হাসপাতালে আসমা আক্তার নামের এক ভূয়া নার্সের অপচিকিৎসায় এক নবজাতকের মর্মান্তিক মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ রোববার ভোর ৬টায় রামগঞ্জ কলাবাগান্থ নিউ লাইফ হাসপাতালে ঘটনা ঘটে। সৃষ্ট ঘটনায় নবজাতকের পিতা শাহাদাৎ হোসেন নিজ সন্তান হত্যার বিচার দাবি করলে হাতপাতাল কতৃপক্ষ জোরপূর্বক স্টাম্পে শই স্বাক্ষর নিয়ে ২লক্ষ টাকার বিনিময়ে রফা করে নবজাতকের লাশ দাফনের জন্য বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। খবর পেয়ে রামগঞ্জ সরকারী হাসপাতালের কর্তব্যরত কর্মকর্তা ডাঃ গুনময় পৌদ্দার ঘটনাস্থল পরিদর্শন করে ভূয়া নার্স আসমা আক্তারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, বোরবার ভোররাতে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের রাঘবপপুর গ্রামের আমজাদ মিঝি বাড়ির শাহাদাৎ হোসেনের স্ত্রী শিল্পী বেগমের প্রসবব্যাথা শুরু হলে তাৎক্ষনিক পরিবারের লোকজন প্রথমে পৌর কলাবাগানস্থ ভিজিটর আলেয়া বেগমের বাসায় নিয়ে আসলে ভিজিটর অযাথা ৫/৬ ঘন্টা ধরে ভিবিন্ন অপচিকিৎসা চালায়। এক পর্যায়ে তিনি ব্যার্থ হলে নিউ লাইফ হাসপাতালে পাঠিয়ে দেন। পরে হাসপাতালের পরিচালক রঞ্জন দাস কোন ডাক্তার না থাকায় হাসপাতালের আয়া আসমা আক্তারকে ওটি রুমে নিয়ে ডেলিভারী করার নির্দেশ প্রদান করে। এক পর্যায়ের কোন কিছু না বুঝে আয়া আসমা আক্তার প্রসুতী শিল্পী বেগমের জরায়ুতে (ইউসিওটোমি) কেটে দিয়ে জোরপূর্বক টেনে হিচড়ে বের করার সময় নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়। সৃষ্ট ঘটনার খবর সর্বত্র ছড়িয়ে পড়লে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। হাসপাতালে চিকিৎসাধীন প্রসুতি শিল্পী বেগম জানান, ভূয়া নার্স আসমা ২জন ওয়ার্ডবয়কে ডেকে এনে আমার পেটের উপর এলোপাতাড়ি চাপ দিতে থাকে। এক পর্যায়ে নবজাতককে মৃত ভেবে আমার জরায়ু কেটে বাচ্চাকে বের করে আনে। রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গুনময় পৌদ্দার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ভূয়া নার্স সেজে চাকুরী করায় আসমা আক্তার ও নিউ লাইফ হাসপাতাল কতৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App