×

জাতীয়

পিকআপ চাপায় দুই কিশোরের মৃত্যুর ঘটনায় যুবলীগ নেতা গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ নভেম্বর ২০১৮, ০৩:২৬ পিএম

পিকআপ চাপায় দুই কিশোরের মৃত্যুর ঘটনায় যুবলীগ নেতা গ্রেপ্তার
রাজধানীর মোহাম্মদপুর-আদাবর এলাকায় আওয়ামী লীগের রাজনৈতিক সহিংসতার সময় পিকআপ চাপায় দুই কিশোরের মৃত্যুর ঘটনায় আরিফুর রহমান তুহিন নামে স্থানীয় যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতেই তুহিনকে গ্রেপ্তারকৃতার হয় বলে জানিয়েছেন মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দিন মীর। তিনি জানান, শনিবারের সংঘর্ষে নিহত আরিফের বাবা ওমর ফারুক রাতেই মোহাম্মদপুর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। ওই মামলায় আদাবর থানা যুবলীগের আহ্বায়ক আরিফুর রহমান তুহিনকে গ্রেপ্তার করা হয়েছে। ওসি আরও জানান, তুহিনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদন জানিয়ে রোববার তাকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। গতকাল শনিবার সংঘর্ষের ঘটনার সময় পিকআপ চাপায় দুই শ্রমজীবী কিশোর -ছাপাখানার কর্মচারী আরিফ হোসেন (১৪) ও রাজমিস্ত্রির সহকারী মো. সুজন (১৭) নিহত হয়। এ ছাড়া আহত হয় অর্ধশতাধিক নেতাকর্মী। একাদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণার পর ঢাকায় নির্বাচনী এই সহিংসতার ঘটনা তদন্ত করে দু'দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনারও নির্দেশ দিয়েছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App