×

বিনোদন

শিল্পকলায় মেঠো পথের ‘অতঃপর মাধো’ মঞ্চস্থ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০১৮, ০৩:২৯ পিএম

শিল্পকলায় মেঠো পথের ‘অতঃপর মাধো’ মঞ্চস্থ
নতুন দল মেঠো পথ থিয়েটার গতকাল নিয়ে এসেছে তাদের প্রথম প্রযোজনা ‘অতঃপর মাধো’। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন অলোক বসু। গতকাল বুধবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার মিলনায়তনে নাটকটি মঞ্চস্থ হয়। নাটকটির ১২টি চরিত্রকে উপস্থাপন করেছেন দুজন শিল্পী শামীমা আক্তার মুক্তা, শারমীন সঞ্জিতা খানম। এই দুই শিল্পীর চমৎকার অভিনয় আর গল্পের নির্মেদ কথন পাক্কা এক ঘণ্টা মুগ্ধতায় ভরিয়ে রাখে দর্শকদের। পরিণত বয়সের মাধোর দৃষ্টিকোণ থেকে ‘অতঃপর মাধো’ নাটকের কাহিনীর শুরু। পরিণত মাধোর উপলব্ধিতে ধরা দেয় শৈশবের মাধো। নাটকের গল্পে দেখা যায় বর্তমানের মাধো পাটকলে কাজ করে। শ্রমিক ধর্মঘটের কারণে পাটকল বন্ধ। অবসর কাটে না, তাই মাধো নদীর ঘাটে বসে থাকে। নদী পার হয়ে একটা কুকুর তার ঘাটের দিকে আসতে দেখে মাধোর ছোটবেলার কথা মনে পড়ে। তার একটা কুকুর ছিল। নাম ‘বটু’। বটুকে নিয়েই কাটত তার শৈশবের সারাবেলা। এই কুকুরকে দেখে একে একে তার শৈশবের সব কথা মনে পড়ে যায়, নস্টালজিয়ায় ভুগতে থাকে সে। তার মনে পড়ে মা-বাবার কথা, ভিটে-মাটির কথা। স্বেচ্ছায় নির্বাসনে থাকা মাধো নিজ ভিটার উদ্দেশ্যে রওনা হয়। নাটকের সেট, লাইট ও পোশাক পরিকল্পনায় ফয়েজ জহির, সঙ্গীত পরিকল্পনায় শিশির রহমান। কোরিওগ্রাফি সামিউন জাহান দোলা ও শারমীন সোহেলী খানম। প্রযোজনার সার্বিক সহযোগিতায় ছিলেন ললিতা রায়, মাহবুবুর রহমান ও সাজ্জাদ। ঢাকা লিট ফেস্ট শুরু হচ্ছে আজ : আজ বাংলা একাডেমি চত্বরে শুরু হচ্ছে তিনদিনের ‘ঢাকা আন্তর্জাতিক লিট ফেস্ট ২০১৮’। সকাল ১০টায় উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশে^র ২৫টি দেশের দুই শতাধিক সাহিত্যিক, বক্তা, পারফর্মার এবং চিন্তাবিদের অংশগ্রহণে আলোচনা, পারফরম্যান্স চলচ্চিত্র প্রদর্শনী ও আনপ্লাগড মিউজিক কনসার্টসহ নানা আয়োজনে শতাধিক সেশন থাকছে এবারের উৎসবে। উৎসবের এবারের আসরে বাংলাদেশে আসছেন পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ লেখক মোহাম্মদ হানিফ, পুলিৎজার, অন্দাজ্জে ও বুকারের মতো সাহিত্য পুরস্কার বিজয়ী লেখকরা। পাকিস্তানি লেখক সাদাত মান্টোকে নিয়ে ভারতে নির্মিত ছবি ‘মান্টো’র প্রথম প্রিমিয়ার হবে বাংলাদেশে। শুধু প্রিমিয়ার নয়, নন্দিতা দাশ তার অভিজ্ঞতা তুলে ধরবেন উৎসবে। আর ফেস্টের দ্বিতীয় দিনে ঘোষণা করা হবে ‘জেমকন সাহিত্য পুরস্কার’ এবং প্রথমবারের মতো লঞ্চ করা হবে ক্যামব্রিজ শর্ট স্টোরি প্রাইজ। এবারের উৎসবে অংশ নেবেন পুলিৎজার বিজয়ী মার্কিন সাহিত্যিক ও শিক্ষাবিদ অ্যাডাম জনসন, পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ লেখক ও কলামিস্ট মোহাম্মদ হানিফ, ব্রিটিশ উপন্যাসিক ফিলিপ হেনশের, বুকার বিজয়ী ব্রিটিশ উপন্যাসিক জেমস মিক, ভারতীয় জনপ্রিয় লেখিকা জয়শ্রী মিশরা, লন্ডন ন্যাশনাল একাডেমি অব রাইটিংয়ের পরিচালক ও কথাসাহিত্যিক রিচার্ড বিয়ার্ড, ভারতীয় লেখিকা হিমাঞ্জলি শংকর, শিশুতোষ লেখিকা মিতালি বোস পারকিন্স, ওয়ালস্ট্রিট জার্নাল এশিয়ার প্রধান হুগো রেস্টল, মার্কিন সাংবাদিক প্যাট্রিক উইন, লেখক ও সাংবাদিক নিশিদ হাজারি। বাংলাদেশের সাহিত্যপ্রেমীদের জন্য সবচেয়ে বড় চমক হিসেবে থাকছেন ভারতীয় লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App