×

জাতীয়

চট্টগ্রামে জাল দলিল তৈরির উপকরণসহ প্রতারক গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০১৮, ০৭:১৭ পিএম

জাল দলিল তৈরির বিপুল পরিমাণ উপকরণসহ হারুন উর রশিদ ওরফে জুনু (৫০) নামে এক প্রতারককে গ্রেপ্তার করছে নগর গোয়েন্দা পুলিশ।

আজ বৃহসাপতিবার দুপুরে নগরীর কোতোয়ালি থানাধীন কোরবানীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জুনু চট্টগ্রামের পাঁচলাইশ থানার শুলকবহর এলাকার বাসিন্দা।

সিএমপির সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (দক্ষিণ) জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তারের পর বিপুল পরিমাণ ভূমি, ঘর-বাড়ি, দোকানপাটের মালিকানা সংক্রান্ত জাল দলিল তৈরির উপকরণ জব্দ করা হয়। উদ্ধারকৃত উপকরণের মধ্যে রয়েছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা ও প্রতিষ্ঠানের ২৫৬টি সিলমোহর এবং ব্রিটিশ শাসন আমলের দুই আনা মূল্যমান থেকে শুরু করে বর্তমান সময়ের ৫ হাজার টাকা মূল্যমানের প্রায় ২ হাজার দলিল তৈরির স্ট্যাম্প।

জুনু জানায়, সে দীর্ঘদিন ধরে বিভিন্ন দাগের ভূমি, ঘর-বাড়ি, দোকানপাটের মালিকানার জাল দলিল তৈরি করে আসছে। অর্থের বিনিময়ে যে কারো জন্য ভুয়া মালিকানার দলিলও তৈরি করে দিত সে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App