×

জাতীয়

সীতাকুণ্ডে ফার্নেস বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০১৮, ০৮:১৩ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরায় গোল্ডেন ইস্পাত নামে একটি কারখানায় ফার্নেস বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। আজ বুধবার সকালে সংঘটিত এ দুর্ঘটনায় আহতরা হচ্ছেন- মিজান (৩৩), শামীম মিয়া (২৫), সোহেল রানা (৩৫) ও সোহাগ (২৮)

কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শক পলাশ কুমার দাশ জানান, কারখানাটিতে লোহা গলানোর সময় ফার্নেস লিকেজ হয়ে উদ্গিরিত লোহায় চারজন দগ্ধ হন। তাদের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

এ ছাড়া অপর তিনজনের মধ্যে মিজান ও শামীমকে একটি বেসরকারি হাসপাতালে এবং সোহাগকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটের সহকারী রেজিস্ট্রার নারায়ন ধর জানান, দগ্ধ অবস্থায় সোহাগকে হাসপাতালে আনা হয়েছিল। পরে তাকে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। সোহাগের শরীরের ৪৫ শতাংশ পুড়ে গেছে বলে জানান তিনি।

আহতদের দুইজনকে বেসরকারি আল আমীন হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানিয়েছেন সীতাকুণ্ড থানার এসআই আমির হামজা।

ফায়ার সার্ভিস কুমিরা স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন পাশা জানান, আগুনে শেডের চারপাশের দেয়ালের ওপরের প্লাস্টিকের বোর্ডগুলো পুড়ে গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App