×

বিনোদন

ব্যাংকার থেকে শ্রেষ্ঠ লেখক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০১৮, ০২:১৯ পিএম

ব্যাংকার থেকে শ্রেষ্ঠ লেখক
ভারতের বিখ্যাত ঔপন্যাসিক চেতন ভগত। যিনি তার জীবদ্দশায় সবসময় নিজের স্বপ্নকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। চেতন ভগত একজন ভারতীয় ঔপন্যাসিক, মোটিভেশনাল স্পিকার এবং টেলিভিশন উপস্থাপক। ভারতের রাজধানী দিল্লিতে ১৯৭৪ সালে এই অসাধারণ প্রতিভাবান ব্যক্তিত্ব জন্মগ্রহণ করেন। মধ্যবিত্ত পরিবারের সন্তান চেতন সবসময় নিজের স্বপ্নকে নিয়েই ভাবতেন। তার বাবা একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এবং মা সরকারি কৃষি অফিসে কাজ করতেন। চেতনের স্কুল জীবনের হাতেখড়ি নিউ দিল্লির আর্মি পাবলিক স্কুল থেকে শুরু হয়। ১৯৯৫ সালে তরুণ এই প্রতিভাবান ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি দিল্লি থেকে স্নাতক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ১৯৯৭ সালে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট আহমেদাবাদ থেকে এমবিএ ডিগ্রি নেন। পড়াশোনা শেষে প্রায় ১১ বছর চেতন ব্যাংকে কাজ করেন। হংকংয়ের একটি বিখ্যাত কোম্পানি গোল্ডম্যান সেকস গ্রুপে কাজ করার সময় কাজের মধ্যে চেতনের মন কেবল লেখালিখিতে পড়ে থাকত, যার জন্য তিনি লিখেও গেছেন। কিন্তু ঘাড়ের উপর মরার ঘা পড়ে তখন, যখন কোম্পানির মালিক তার লেখালিখির জন্য তাকে কোম্পানি থেকে পদচ্যুত করেন। কোনো মালিকই চান না, তার কর্মচারী তার কোম্পানি ছাড়া অন্যকিছু ভাবুক। যাক, এই কোম্পানিতে চাকরি করার সময়ই ২০০৪ সালে চেতন লিখে ফেললেন ‘ফাইভ পয়েন্ট সামওয়ান’ নামের সে চমৎকার বই। পরবর্তী সময়ে এর আদলেই ২০০৯ সালে তৈরি হয় বিখ্যাত সে হিন্দি মুভি থ্রি ইডিয়টস। মুভিটি দেখেননি এমন মানুষ কমই পাওয়া যাবে। আর যারা দেখেছেন তারা আর বুঝতে দেরি হচ্ছে না ‘ফাইভ পয়েন্ট সামওয়ান’ কেমন বই? ইতোমধ্যে চেতনের ৭টি বইয়ের সবকটাই বেস্ট সেলার খ্যাতি নিয়েই দাপিয়ে বেড়াচ্ছে! চাকরিচ্যুত হওয়ার পর চেতন মুম্বাইকেই তার লেখালিখির জন্য উত্তম স্থান হিসেবে বিবেচনায় রাখেন। চেতনের ৭টি বইয়ের মধ্যে প্রথম দুটি তিনি চাকরিরত অবস্থায়ই লিখে ফেলেন। তার বইগুলোর নাম ফাইভ পয়েন্ট সামওয়ান (২০০৪), ওয়ান নাইট @ এ কল সেন্টার (২০০৫), দ্য থ্রি মিস্টেকস অব মাই লাইফ (২০০৮), টু স্টেটস : দ্য স্টোরি অব মাই ম্যারেজ (২০০৯), রেভুলশন ২০২০ (২০১১), হাফ গার্লফ্রেন্ড (২০১৪)। এই ৬টি উপন্যাসের মধ্যে ৪টির অবলম্বনেই বলিউডে সিনেমা নির্মিত হয়। সিনেমাগুলো হলো ১। থ্রি ইডিয়টস ২। কাই পো চে, ৩। টু স্টেটস, ৪। হাফ গার্লফ্রেন্ড। চেতনের খ্যাতি কেবল ভারতজুড়েই নয়, সারা বিশ্বে চেতনের খ্যাতি প্রকটভাবেই লক্ষ করা যায়। ২০০৮ সালে দ্য নিউইয়র্ক টাইমস এমন এক সত্য উন্মোচন করে যে, চেতন ভারতের ইতিহাসে সবচেয়ে বেশি বিক্রীত বইয়ের লেখক। ভাবা যায়? এই সম্মাননায় থেমে থাকেনি চেতনের নাম, টাইম ম্যাগাজিনে বিশ্বের একশ ক্ষমতাধর ব্যক্তির মধ্যে চেতন একজন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App