×

খেলা

গল টেস্টে ইংল্যান্ডকে টানছেন অভিষিক্ত ফোকস

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৮, ০৯:১২ পিএম

গল টেস্টে ইংল্যান্ডকে টানছেন অভিষিক্ত ফোকস
অ্যাঙ্কেলের চোটে জনি বেয়ারস্টো না থাকায় গল টেস্টে ডাক পেয়েছিলেন বেন ফোকস। নিজের অভিষেক ম্যাচেই ব্যাট হাতে ইংল্যান্ড দলে ত্রাতার ভূমিকায় দেখা গেল উইকেটরক্ষক এ ব্যাটসম্যানকে। গল টেস্টে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। প্রতিপক্ষের মাঠে আগে ব্যাট করতে নেমে ৩২১ রান তুলতেই ৮ উইকেট হারিয়ে প্রথম দিন শেষ করেছে ইংলিশরা। লঙ্কান বোলারদের দাপটে অন্যদের ব্যর্থতার দিনে সর্বোচ্চ ৮৭ রানে অপরাজিত থেকে সফরকারীদের টানছেন ফোকস। রঙ্গনা হেরাথের বিদায়ী টেস্টে শুরুতে ব্যাট করতে নেমে দলীয় ১০ রানেই প্রথম উইকেট হারিয়ে ধাক্কা খায় ইংল্যান্ড। একই রানে দ্বিতীয় উইকেট হিসেবে ওয়ানডাউনে নামা মঈন আলী ০ রানে বিদায় নিলে চাপ বাড়ে সফরকারীদের। টপঅর্ডারদের আসা যাওয়ার মিছিলে কিটন জেনিংস ৪৬ ও অধিনায়ক জো রুট ৩৫ রান করতে সক্ষম হয়েছেন। একসময় দলীয় ১০৫ রানে সেরা ৫ ব্যাটসম্যানকে হারিয়ে এক প্রকার বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড। এরপর ষষ্ঠ উইকেট জুটিতে জশ বাটলারের সঙ্গে ৬১ রানের জুটি গড়ে দলকে টেনে তুলতে থাকেন বেন ফোকস। ব্যক্তিগত ৩৮ রানে বাটলার, পেরেরার বলে আউট হয়ে যান। এরপর সপ্তম উইকেটে স্যাম কুরানের সঙ্গে দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান ফোকস। সপ্তম উইকেট জুটিতে স্যাম কুরানের সঙ্গে ৮৮ রান করেন ফোকস। কিন্তু ব্যক্তিগত ৪৮ রানে ধনঞ্জয়ার বলে চান্দিমালের হাতে ধরা পড়লে হাফ সেঞ্চুরি থেকে বঞ্চিত হন স্যাম কুরান। দিনের শেষের দিকে অষ্টম উইকেটে আদিল রশিদের সঙ্গে ৫৪ রানের আরো একটি জুটিতে কোচের শতভাগ আস্থার প্রতিদান দেন ২৫ বছর বয়সি বেন ফোকস। শেষপর্যন্ত ১৮৪ বলে ৬টি চারের সাহায্যে ৮৭ রানে অপরাজিত থেকে দিনে খেলা শেষ করেন ফোকস। তার সঙ্গে ১৪ রান নিয়ে অপরাজিত থাকা জ্যাক লিচ আগামীকাল ব্যাটিংয়ে নামবেন। বল হাতে গল টেস্টের প্রথম দিনে সর্বোচ্চ ৪টি উইকেট নেন দিলরুয়ান পেরেরা। ২টি উইকেট পান সুরাঙ্গা লাকমাল। এছাড়া আখিলা ধনঞ্জয়া ও রঙ্গনা হেরাথ একটি করে উইকেট নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App