×

আন্তর্জাতিক

ক্যামেরুনে ৭৮ শিক্ষার্থীকে অপহরণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৮, ১২:২২ পিএম

ক্যামেরুনে ৭৮ শিক্ষার্থীকে অপহরণ
ক্যামেরুনের একটি স্কুলের প্রধান শিক্ষকসহ অন্তত ৭৮ জন শিক্ষার্থীকে অপহরণ করেছে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীরা। ক্যামেরুনের উত্তর-পশ্চিমাঞ্চলের এনকোয়েন নামের স্কুলটিতে এই অপহরণের ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর দেবেন চোফো৷ বামেনদার এনকোয়েন গ্রামের ওই স্কুলটি একটি খ্রিস্টান প্রেসবাইটেরিয়ান চার্চের স্কুল৷ ঘটনার পর সামাজিক গণমাধ্যমে অপহরণের একটি ভিডিও ছড়িয়ে দেয়া হয়৷ অপহরণকারীরা নিজেদের আমবা বয়েজ বলে পরিচয় দিয়ে থাকেন ৷ ক্যামেরুনের উত্তর-পশ্চিম ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে আমবাজোনিয়া নামের একটি আলাদা রাষ্ট্র গঠন করতে চান তারা৷ ভিডিওতে স্কুলের কয়েকজন বালককে নিজেদের নাম ও পিতামাতার নাম বলতে বাধ্য করা হয়৷ তবে কোথায় রাখা হয়েছে, তা তারা জানে না৷ অপহরণকারীরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত শিশু-কিশোরদের জিম্মি করে রাখা হবে বলে জানিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App