×

পুরনো খবর

মোঃ মজনুর রশিদ গোপালগঞ্জ জেলা রোভারের সম্পাদক নির্বাচিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০১৮, ০৩:০০ পিএম

মোঃ মজনুর রশিদ গোপালগঞ্জ জেলা রোভারের সম্পাদক নির্বাচিত
বাংলাদেশ স্কাউটস গোপালগঞ্জ জেলা রোভারের ষষ্ঠ ত্রৈ-বার্ষিক কাউন্সিলে গোপালগঞ্জ জেলা রোভারের সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(বশেমুরবিপ্রবি) সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মোঃ মজনুর রশিদ। রবিবার, ৪ নভেম্বর ২০১৮ গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা রোভারের সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ মোকলেছুর রহমান সরকার এর সভাপতিত্বে কাউন্সিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক, বশেমুরবিপ্রবির রেজিষ্ট্রার প্রফেসর ড. মো. নূরউদ্দিন আহমেদ সহ জেলা রোভারের কাউন্সিলরবৃন্দ। নির্বাহী কমিটির অন্যান্য পদে নির্বাচিত প্রতিনিধিগন হলেন, রোভার লিডার প্রতিনিধি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জোবায়ের আল মাহমুদ। কোষাধ্যক্ষ জয়নগর ইয়ারআলী কলেজের মোঃ নিজামুল ইসলাম, এছাড়া জেলা প্রশাসক পদাধিকার বলে সভাপতি, সহ-সভাপতিগন হলেন, অধ্যক্ষ, সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, অধ্যক্ষ, গোপালগঞ্জ মহিলা কামিল মাদরাসা, অধ্যক্ষ, এম এইচ খান ডিগ্রী কলেজ, অধ্যক্ষ, এন হক কলেজ, অধ্যক্ষ, তরুন সেনা মুক্ত গার্ল-ইন রোভার দল। জানতে চাইলে নব নির্বাচিত রোভার সম্পাদক মো. মজনুর রশিদ বলেন, " গোপালগঞ্জ জেলা রোভারের যে আন্দোলন এতদিন স্থিমিত হয়েছিল জেলা রোভারের সকল ইউনিটের সহযোগিতার মাধ্যমে তা জাগিয়ে তুলে এ রোভার কে বাংলাদেশের মধ্যে অন্যতম রোল মডেল রোভার হিসেবে গড়ে তুলতে চাই। এসময় তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। এ সময় বশেমুরবিপ্রবির রোভার ইউনিটের সদস্য সাবরিনা সুলতানা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর পবিত্র জন্মভূমি গোপালগঞ্জ জেলা। গোপালগঞ্জ জেলা রোভার স্কাউটকে স্যার তার মেধা, শ্রম ও সঠিক নেতৃত্ব দিয়ে দেশের অন্যতম জেলা রোভার স্কাউট হিসাবে সামনে এগিয়ে নিয়ে যাবেন বলে আমরা আশাবাদী।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App